ETV Bharat / bharat

Bomb Threat in Iranian Flight: ভারতীয় আকাশসীমায় ইরানের বিমানে বোমাতঙ্ক, অভিমুখ ঘোরাতে আসরে বায়ুসেনা

author img

By

Published : Oct 3, 2022, 1:36 PM IST

Updated : Oct 3, 2022, 3:16 PM IST

ভারতীয় আকাশসীমা দিয়ে যাওয়া ইরানের একটি বিমানে বোমাতঙ্ক (Bomb Threat in Iranian Flight Over Indian Airspace) ৷ বিমানটি চিনে যাচ্ছিল ৷ দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সতর্কবার্তা পেয়ে সেটি জাতীয় রাজধানীর বিমানবন্দরে নামার চেষ্টা করে ৷ তখনই সেটিকে আটকাতে বায়ুসেনাকে (IAF) আসরে নামতে হয় ৷ তবে, বিমানটিকে নিরাপদে চিনের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

bomb-threat-in-iranian-flight-over-indian-airspace-iaf-jets-scrambled
bomb-threat-in-iranian-flight-over-indian-airspace-iaf-jets-scrambled

নয়াদিল্লি, 3 অক্টোবর: চিনগামী ইরানের একটি বিমানে বোমা সতর্কতার জেরে সোমবার সকাল থেকেই উত্তেজক পরিস্থিতি তৈরি হল ভারতীয় আকাশসামীয় (Bomb Threat in Iranian Flight Over Indian Airspace) ৷ সূত্রের খবর, ইরান থেকে চিনের উদ্দেশ্যে রওনা দেওয়া ওই বিমানে বোম রয়েছে এমন খবর পায় ভারতীয় নিরাপত্তা সংস্থা ৷ সেই খবর পেতেই বিমানটি দিল্লির দিকে ঘুরে যায় অবতরণের জন্য ৷ কিন্তু, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই অনুমতি দেয়নি ৷ ফলে আসরে নামতে হয় বায়ুসেনাকে (IAF) ৷ বায়ুসেনার সুখোই 30 এমকেআই যুদ্ধবিমান ইরানের ওই বিমানটির অভিমুখ ফের চিনের দিকে করে দেয় ৷

জানা গিয়েছে, দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল অবতরণের অনুমতি না দিলেও, বিমানটি দিল্লির দিকে এগোতে থাকে ৷ তখনই বায়ুসেনাকে বিষয়টি জানানো হয় ৷ তৎক্ষণাত যোধপুর ও পঞ্জাবের বায়ুসেনার ঘাঁটি থেকে বেশ কয়েকটি সুখোই 30 এমকেআই (Su-30MKI) যুদ্ধবিমান ইরানের ওই অসামরিক বিমানটিকে আটকাতে তৎপর হয় ৷ ভারতীয় আকাশসীমা দিয়েই বিমানটি চিন যাচ্ছিল ৷ কিন্তু, দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানের পাইলট বোমা সতর্কতা পেয়েই জাতীয় রাজধানীতে অবতরণের চেষ্টা করে ৷ কিন্তু, রাজধানীর নিরাপত্তার স্বার্থে তা করতে দেওয়া হয়নি ৷ জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে তথ্য পেয়েছিল ৷ সেই অনুযায়ী, বোমাটি ট্রিগার করাছিল ৷ তবে, তার কোনও সত্যতা জানা যায়নি ৷

আরও পড়ুন: আত্মীয়রা দুবাই যাচ্ছিলেন, তাঁদের আটকাতে বিমানে বোমা রাখার ভুয়ো হুমকি

তবে, বায়ুসেনার তৎপরতায় বিমানটির অভিমুখ ফের চিনের দিকে করে দেওয়া হয়েছে ৷ পুরো বিষয়টি জাতীয় রাজধানীর নিরাপত্তার স্বার্থে করা হয়েছে বলে সূত্রের খবর ৷ পাশাপাশি, ইরান থেকে আসা ওই বিমানটি কোন সংস্থার তা জানা যায়নি ৷ তবে, এই পুরো অভিযানটির সময় ভারতীয় আকাশসীমার নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তা সংস্থা নিজেদের অধীনে নিয়ে রেখেছিল ৷ যাতে কোনওভাবেই অন্য কোনও বিমান ওই পথে ঢুকে না পড়ে ৷ এর ফলে আরও বড় বিপদ হলেও হতে পারত ৷

Last Updated : Oct 3, 2022, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.