ETV Bharat / bharat

Chandrayaan-3 in Lunar Orbit: ‘ফিলিং লুনার গ্র্যাভিটি’, চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-3

author img

By

Published : Aug 5, 2023, 8:05 PM IST

Updated : Aug 5, 2023, 11:08 PM IST

চন্দ্রযান-2 মিশন ব্যর্থ হওয়ার পর চন্দ্রযান-3 সফল করতে বদ্ধপরিকর ইসরো ৷ চন্দ্রযান-3-এর মাধ্যমেই চন্দ্রপৃষ্ঠে নিরাপদ ও সফট ল্যান্ডিং-এর জন্য দেশের ক্ষমতা প্রদর্শন করবে ভারত।

Chandrayaan-3
Chandrayaan-3

হায়দরাবাদ, 5 অগস্ট: লক্ষ্যপূরণের পথে আরেক ধাপ ৷ চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-3 ৷ এদিন ইসরো টুইটে জানিয়েছে, ‘সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-3 ৷ লুনার অরবিট ইনজেকশন (LOI) ভারতীয় সময় 6 অগস্ট, 2023-এর প্রায় 23:00 টা’য় পরবর্তী লক্ষ্য, কক্ষপথ হ্রাসের উদ্দেশ্যে প্রবেশ করবে । মিশন অপারেশন কমপ্লেক্স (টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক) বেঙ্গালুরু থেকে পেরিলুনে একটি রেট্রো-বার্নিং নির্দেশ দেওয়া হয়েছিল ৷’’ পেরিলুন হল চাঁদের সবচেয়ে কাছের স্থান ।

গত 14 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি মার্ক 3 (এলভিএম 3) হেভি-লিফট লঞ্চ ভেহিকেলের মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল এই মহাকাশযান ৷ চন্দ্রযান-3 এর মাধ্যমেই চন্দ্রপৃষ্ঠে নিরাপদ ও সফট ল্যান্ডিং-এর জন্য দেশের ক্ষমতা প্রদর্শন করবে ভারত ।

  • Chandrayaan-3 Mission:
    “MOX, ISTRAC, this is Chandrayaan-3. I am feeling lunar gravity 🌖”
    🙂

    Chandrayaan-3 has been successfully inserted into the lunar orbit.

    A retro-burning at the Perilune was commanded from the Mission Operations Complex (MOX), ISTRAC, Bengaluru.

    The next… pic.twitter.com/6T5acwiEGb

    — ISRO (@isro) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-3 উৎক্ষেপণের তারিখ থেকে চাঁদের কক্ষপথে পৌঁছতে প্রায় 33 দিন সময় লাগবে । অবতরণ করার পরে এটি একটি চন্দ্রদিনের জন্য কাজ করবে, যা পৃথিবীর প্রায় 14 দিন । চাঁদের একদিন পৃথিবীর 14 দিনের সমান । চন্দ্রযান-3 উপাদানগুলির মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক এবং যান্ত্রিক সাবসিস্টেম রয়েছে, যা নিরাপদ এবং সফট ল্যান্ডিং নিশ্চিত করবে ৷ যেমন নেভিগেশন সেন্সর, প্রপালশন সিস্টেম, গাইডেন্স অ্যান্ড কন্ট্রোল ও আরও অনেক কিছু । দ্বি-মুখী যোগাযোগ-সম্পর্কিত অ্যান্টেনা রোভার এবং অন্যান্য অনবোর্ড ইলেকট্রনিক্সের মুক্তিরও ব্যবস্থা রয়েছে সেখানে ।

Chandrayaan-3 in Lunar Orbit
চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-3

চন্দ্রযান-3 উদ্দেশ্য হল নিরাপদ এবং সফট ল্যান্ডিং, রোভারের চাঁদের পৃষ্ঠে ঘোরাফেরা এবং ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো। চন্দ্রযান-3 অনুমোদিত খরচ 250 কোটি (লঞ্চ যানবাহন খরচ বাদে) টাকা। চন্দ্রযান-3-এর বিকাশের পর্যায় 2020 সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ৷ প্রাথমিকভাবে 2021 সালে এই লঞ্চের পরিকল্পনা করা হয়েছিল। তবে, কোভিড-19 অতিমারির কারণে মিশন পিছিয়ে যায়। 2019 সালে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং-এর সময় চন্দ্রযান-2 মিশন ব্যর্থ হওয়ার পর চন্দ্রযান-3 সফল করতে বদ্ধপরিকর ইসরো ৷ সেই লক্ষ্য়েই আরেকধাপ এগোল দেশ ৷

আরও পড়ুন: চন্দ্রযান-3 অভিযানের শরিক এক বাঙালি বিজ্ঞানী, ক্যামেরা ডিজাইনে ইসলামপুরের অনুজ

Last Updated : Aug 5, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.