ETV Bharat / bharat

BSF Jawan killed: জম্মু সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে মৃত বিএসএফ জওয়ান

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 1:16 PM IST

Updated : Nov 9, 2023, 2:00 PM IST

BSF Jawan killed by Pakistan Rangers Firing: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র চৌকিতে হামলা চালাল পাকিস্তান। পাক সেনার গুলিতে বিএসএফের এক জওয়ান মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় সীমান্তরক্ষী বাহিনীও ৷

বিএসএফ জওয়ান
Pakistan Rangers

জম্মু, 9 নভেম্বর: জম্মুর সাম্বা জেলার রামগড় সেক্টরে বৃহস্পতিবার ভোরে থেকে টানা পাক বাহিনীর গুলি-গোলায় এক বিএসএফ জওয়ান শহিদ হয় ৷ পাকিস্তানি রেঞ্জার্সের 24 দিনের মধ্যে এই তৃতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন। বিএসএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "8-9 নভেম্বরের মধ্য রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরের নারায়ণপুর পোস্টের কাছে মোতায়েন ছিলেন বিএসএফ জওয়ানরা। নিয়ম মতোই তারা টহল দিচ্ছিলেন, এমন সময় পাক রেঞ্জার্সরা গুলি চালায়। পাক সেনার গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হন। পাকিস্তানের গুলির পালটা জবাব দেওয়া হয় ভারতের তরফেও।"

রামগড় কমিউনিটি হেলথ সেন্টারের ব্লক মেডিক্যাল অফিসার (বিএমও) চিকিৎসক লখবিন্দর সিং জানান, একজন বিএসএফ জওয়ান পাকিস্তানি সেনার গুলিতে আহত হয়েছেন ৷ তাঁকে বুধবার মধ্যরাত 1টার দিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ৷ সেখানে চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় ওই জওয়ানের।জের্দার গ্রামবাসী মোহন সিং ভাট্টি জানান, গুলিযুদ্ধ শুরু হয় 12.20 নাগাদ। পরে বড় গোলাগুলিতে পরিণত হয়। গুলিবর্ষণ ও গোলা-গুলির কারণে তাঁরা আতঙ্কে রয়েছেন ৷ শীত পড়ার আগে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের সুযোগ করে দিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

বিগত 24 দিনে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাল। এর আগে, গত 28 অক্টোবরও পাকিস্তান সেনা ভারতের দিকে গুলি চালায়। টানা সাত ঘণ্টা ধরে ভারী গোলা-গুলি বর্ষণ হয়। সংঘর্ষে ও মর্টারের আঘাতে দুই বিএসএফ জওয়ান ও এক মহিলা আহত হন। তার আগে গত 17 অক্টোবরও জম্মু-কাশ্মীরের আর্ণিয়া সেক্টরে পাক সেনার ছোড়া গুলিতে আহত হন এক বিএসএফ জওয়ান। কমান্ডান্ট লেভেল ফ্লাগ মিটিংয়ে ওই দুই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিএসএফ। 2021 সালের 25 ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি স্বাক্ষর হয়েছিল।

আরও পড়ুন:

ঢিল-ছোড়া দূরত্বে বিএসএফের ফায়ারিং রেঞ্জ, গ্রামে ছুটে আসছে গুলি; আতঙ্কে বাসিন্দারা

ছত্তিশগড়ে ভোট চলাকালীন আইইডি বিস্ফোরণ, আহত সিআরপিএফ জওয়ান

ভোটের কয়েক ঘণ্টা আগে আইইডি বিস্ফোরণ, মাওবাদী নাশকতায় চিন্তায় কমিশন

Last Updated :Nov 9, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.