ETV Bharat / bharat

Chhattisgarh Assembly Polls: ভোটের কয়েক ঘণ্টা আগে আইইডি বিস্ফোরণ, মাওবাদী নাশকতায় চিন্তায় কমিশন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 7:52 PM IST

Etv Bharat
Etv Bharat

ছত্তিশগড়ের কাঙ্কের ও নারায়ণপুরে ফের আইইডি বিস্ফোরণের খবর মিলেছে ৷ যার জেরে এলাকায় আরও একবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটের আর 10 ঘণ্টারও কম সময় বাকি। তার আগে ফের মাওবাদীরা নাশকতার চেষ্টা করায় চিন্তার ভাঁজ কমিশনের কপালে ৷

মাওবাদী নাশকতায় চিন্তায় কমিশন

রায়পুর, 6 নভেম্বর: রাত পোহালেই ছত্তিশগড় বিধানসভার প্রথম পর্বের ভোটগ্রহণ ৷ আর মঙ্গলবার নির্বাচনের প্রথম পর্বের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো রাজ্যকে ৷ মাওবাদীরা ইতিমধ্য়েই ভোট বয়কটের ডাক দিয়েছে ৷ সুতরাং নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না নির্বাচন কমিশন ৷ আর তার জন্যই আগেভাগেই নিরাপত্তার চাদরে রাজ্যকে মুড়ে ফেলতে চেয়েছে কমিশন ৷

এরই মধ্যে সোমবার কাঙ্কের ও নারায়ণপুরে আইইডি বিস্ফোরণের খবর মিলেছে ৷ যার জেরে এলাকায় ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটের আর দশ ঘণ্টারও কম সময় বাকি। তার আগে ফের মাওবাদীরা নাশকতার চেষ্টা করায় চিন্তার ভাঁজ কমিশনের কপালে ৷ জানা গিয়েছে, কাঙ্কেরের পাখাঞ্জুরে বিস্ফোরণটি ঘটে। রেঙ্গাওয়াহির ধান সংগ্রহ কেন্দ্রের কাছে একটি কালভার্টে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে বলে খবর। জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনীর তল্লাশির সময়ই এই বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। যার জেরে এক বিএসএফ জওয়ান ও দুই ভোটকর্মী আহত হয়েছেন বলে খবর। মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের একপ্রস্থ সংঘর্ষ হয় বলেও জানা গিয়েছে ৷

এদিনই কাঙ্কের জেলার সমস্ত ভোটকেন্দ্রে পোলিং টিম পৌঁছে গিয়েছে। কাঙ্কের জেলায় কাঙ্কের, আন্তগড়, ভানুপ্রতাপপুর এই তিনটি আসনে ভোটগ্রহণ হবে ৷ 2018 সালে তিনটি আসনই কংগ্রেসের দখলে গিয়েছিল ৷ শাসক কংগ্রেস অবশ্য কাঙ্কের এবং আন্তগড়ের বর্তমান বিধায়কদের টিকিট দেয়নি ৷ অন্যদিকে ভানুপ্রতাপপুরের প্রয়াত বিধায়ক মনোজ মান্ডবীর স্ত্রী সাবিত্রী মান্ডবী, যিনি 2018 সালে এই আসনে জিতেছিলেন, তিনি এবারও কংগ্রেসের টিকিটেই লড়ছেন। কাঙ্কের ও আন্তাগড়ে দুটি বিশেষ রুম প্রস্তুত করেছে কমিশন।

কাঙ্কের থেকে ভানুপ্রতাপপুর বিধানসভা কেন্দ্রেও নিরাপত্তাকর্মীদের বিশেষ দল পাঠানো হয়েছে ৷ যেগুলি সবচেয়ে মাওবাদী উপদ্রুত এলাকা সেখানে বিশেষ তল্লাশি অভিযানও চালাচ্ছে নিরাপত্তাকর্মীরা। কাঙ্কের কালেক্টর প্রিয়াঙ্কা শুক্লা বলেন, "মাওবাদী-আক্রান্ত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ ভোটগ্রহণের সময় কেন্দ্রগুলিতেও ড্রোন দিয়ে নজরদারি করা হবে ৷" ছত্তিশগড়ে 7 নভেম্বর বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে ৷ নির্বাচনের প্রচার রবিবার শেষ হয়েছে ৷ ছত্তিশগড়ের মুখ্য নির্বাচনী আধিকারিকদের মতে, মোট প্রথম দফার 20 টি বিধানসভা কেন্দ্রের 223 জন প্রার্থী রয়েছেন ৷ এর মধ্যে 198 জন পুরুষ এবং 25 জন মহিলা মঙ্গলবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন: নির্বাচনী বন্ডের 29তম পর্বের বিক্রি শুরু হল সোমবার

অন্যদিকে, জেলা কালেক্টর এস জয়বর্ধন বলেন, "আগামিকাল ভোটগ্রহণের জন্য নিরাপত্তার বিষয়ে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। সংবেদনশীল এলাকায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা দুপুর 12টার মধ্যে ভোট সরঞ্জাম বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করেছি ৷ আমরা কিছু ভোটকেন্দ্রও পরিদর্শন করেছি যেখানে পোলিং পার্টি পৌঁছেছে ৷"

মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, মোট পাঁচ হাজার 304টি ভোটকেন্দ্র রয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিতও করেছেন তিনি। এই নির্বাচনে ছত্তিশগড়ে মোট 64 হাজার 523 টি ভোট কেন্দ্র রয়েছে। ছত্তিশগড় নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, প্রথম দফার ভোটে রাজ্যের 40 লক্ষ 78 হাজার 681 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার 19 লক্ষ 93 হাজার 937 এবং মহিলা ভোটার 20 লক্ষ 84 হাজার 675 জন ৷ তৃতীয় লিঙ্গের ভোটার 69 জন।

আরও পড়ুন: 'ছত্তিশগড়ে কংগ্রেস জিতবেই', ভোটের চব্বিশ ঘণ্টা আগে চরম আত্মবিশ্বাসী খাড়গে

90 সদস্যের ছত্তিশগড় বিধানসভার নির্বাচন দুই দফায় হচ্ছে ৷ 20টি আসনের জন্য প্রথম ধাপের ভোটগ্রহণ মঙ্গলবার হবে এবং বাকি 70টি আসনে 17 নভেম্বর ভোটগ্রহণ হবে। 3 ডিসেম্বর ভোট গণনা হওয়ার কথা। 2018 সালের নির্বাচনে ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় আসে ৷ 90টি আসনের মধ্যে 68টি আসনেই জয়লাভ করেছিল কংগ্রেস ৷ শতাংশের বিচারে 43.9 শতাংশ ভোট গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.