ETV Bharat / bharat

মুসলিম যুবকের সঙ্গে প্রেমে আপত্তি, যোগীরাজ্যে বোনকে গুলি করে খুন তরুণের !

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 7:47 PM IST

Saharanpur Honor Killing
বোনকে গুলি করে খুন তরুণের

Saharanpur Honor Killing: মুসলিম যুবকের সঙ্গে বোনের প্রেমের সম্পর্কে আপত্তি ছিল দাদার ৷ তার কথা শুনে সম্পর্ক থেকে সরে না আসায় বোনকে গুলি করে হত্যা তরুণের ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের সাহারানপুরের ৷

সাহারানপুর, 11 ডিসেম্বর: মুসলিম যুবকের সঙ্গে প্রেম নাবালিকা বোনের ৷ তাতে আপত্তি ছিল দাদার ৷ বোনকে সম্পর্ক থেকে সরে আসতে বলেছিল 18 বছরের তরুণ ৷ না শোনায় রাগে চিরতরে হাসি বন্ধ করে দিল সে মুসকানের ৷ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছোট বোনকে গুলি করে হত্যা করল দাদা ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তরপ্রদেশের সাহারানপুরে দেহাত কোতোয়ালি থানা এলাকার শেখপুরা গ্রামে ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । মৃতের মাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পলাতক অভিযুক্ত দাদা আদিত্য ৷

জানা গিয়েছে, মৃত মুসকানের বাবা জগমোহন একজন শ্রমিক । তিনি বর্তমানে দেরাদুনে কর্মরত । তাঁর অনুপস্থিতিতে মেয়েকে হত্যা করল ছেলে ৷ মেয়ের মৃত্যুর খবর পুলিশকে জানায়নি পরিবার ৷ যার কারণে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নেয় এবং মেয়েটির মাকে গ্রেফতার করে । পুলিশি জিজ্ঞাসাবাদে মেয়ের মা ববিতা জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে তার মেয়ে মুসকান । তাকে জেলা হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

পুলিশ তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে ববিতা সব কথা স্বীকার করে ৷ তিনি জানায়, তার মেয়ে মুসকানের সঙ্গে একই গ্রামের এক মুসলিম যুবকের সম্পর্ক ছিল ৷ এতে তার বড় ছেলের আপত্তি ছিল ৷ তাদের সম্পর্কের কথা জানার পর সে রেগে ছিল । কিশোর মুসকানকে অনেকবার বুঝিয়েছে যাতে কিশোরী সম্পর্ক থেকে বেরিয়ে আসে ৷ কিন্তু সে রাজি হয়নি । সে না শোনায় রাগে শেষে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তার দাদা ৷

এসপি সিটি অভিমন্যু মাঙ্গলিক বলেছেন, "মেয়েটির পরিবার ঘটনার বিষয়ে পুলিশকে কোনও কিছু জানায়নি । জেলা হাসপাতাল থেকে কিশোরীর মৃত্যুর খবর পাই । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়ের মা ববিতাকে গ্রেফতার করে ।" এসপি সিটি জানান, পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি । মেয়েটির বাবা দেরাদুনে কাজ করেন ৷ তিনি এখনও সাহারানপুরে পৌঁছননি । তিনি আসার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । আদিত্যকে গ্রেফতার করতে পুলিশের তিনটি দল গঠন করা হয়েছে বলে এসপি জানিয়েছেন ।

আরও পড়ুন:

  1. সম্মান রক্ষার্থে হত্যা ! পঞ্জাবে ভাইয়ের হাতে খুন বোন ও ভগ্নিপতি
  2. সোশাল মিডিয়ায় রিল পোস্ট নিয়ে ঝামেলা, দিদিকে খুন কিশোরের !
  3. পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ, দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা মায়ের প্রেমিকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.