ETV Bharat / bharat

পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ, দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা মায়ের প্রেমিকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 4:01 PM IST

Child Brutally Killed: পিতার পরিচয় নিয়ে সন্দেহ ৷ সেই সন্দেহের বশে দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা মায়ের প্রেমিকের ৷ অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷

Child Brutally Killed
দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা

কোচি, 5 ডিসেম্বর: পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা করল মায়ের প্রেমিক ৷ ঘটনাটি ঘটেছে কোচির এলামাক্কারা থানা এলাকায় ৷ পুলিশ অভিযুক্ত যুবক ও শিশুটির মাকে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, মহিলা এবং তার প্রেমিক চারমাসের ওই শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল ৷ তবে শেষ রক্ষা হয়নি, শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসেরা ৷ শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ছিল, যা দেখে সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের ৷ রবিবার সকাল সাড়ে 7টা নাগাদ শিশুটিকে হাসপাতালে আনা হয় । এরপরেই হাসপাতালের তরফে খবর দেওয়া হয় এলামাক্কারা থানায় ৷ পুলিশ এসে শিশুটিকে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে । পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে শিশুটির মা ও প্রেমিককে গ্রেফতার করে ।

দুই অভিযুক্ত পুলিশকে জানায়, 1 ডিসেম্বর তারা শিশুটিকে নিয়ে কালুরের একটি লজে উঠেছিল । সেখানেই শিশুটির গলায় বুকের দুধ আটকে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ওই মহিলা ও যুবক দাবি করেছিল । তারপর তারা বয়ান পরিবর্তন করে বলে যে শিশুটি ভুলবশত নীচে পড়ে গিয়েছিল । যার ফলে তার আঘাত লাগে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে আসল তথ্য ৷

রিপোর্টে জানা গিয়েছে, শিশুটির মাথায় আঘাত করা হয়েছে । তখন অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ সেসময় যুবক স্বীকার করে যে শিশুটিকে সে হত্যা করেছে । শিশুটির মা আলাপ্পুঝার এবং তার প্রেমিক কান্নুরের বাসিন্দা । অনেকদিন ধরেই তারা সম্পর্কে রয়েছে বলে খবর ৷ কোচির বিভিন্ন জায়গায় একসঙ্গে বসবাস করছিল তারা । তবে শিশুটির পিতৃত্ব নিয়ে সন্দেহ হওয়ায় তাকে নৃশংসভাবে হত্যা করে অভিযুক্ত যুবক । যে লজে শিশুটির মৃত্যু হয়েছে, সেখানেও তদন্তের স্বার্থে পরীক্ষা করছে ফরেনসিক বিভাগ।

আরও পড়ুন:

  1. 'ও আমার সন্তান নয়', সন্দেহের বশে 8 মাসের শিশুসন্তানকে থেঁতলে খুন অণ্ডালে! আটক বাবা
  2. স্ত্রীর হাত ভেঙেও কমল না রাগ, তিন মাসের মেয়েকে আছড়ে মারল মদ্যপ বাবা
  3. মাদক কেনার টাকা নেই, সন্তানদের বিক্রি করে গ্রেফতার বাবা-মা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.