ETV Bharat / bharat

Brother Killed Sister: সোশাল মিডিয়ায় রিল পোস্ট নিয়ে ঝামেলা, দিদিকে খুন কিশোরের !

author img

By

Published : Jul 26, 2023, 12:54 PM IST

Brother Killed Sister for Posting Reels: দিদির রিল পোস্টে আপত্তি ছিল ভাইয়ের । আর তাই নিয়েই ঝামেলা থেকে হাতাহাতি ৷ এর জেরে তরুণীকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ৷

Brother Killed Sister
দিদিকে খুন কিশোরের

কথাগুদেম(তেলেঙ্গানা), 26 জুলাই: সোশাল মিডিয়ায় রিল ও ভিডিয়ো পোস্ট করায় ভাইয়ের হাতে খুন দিদি ৷ সোমবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভদ্রদ্রি কথাগুদেম জেলার ইয়েলান্দু মণ্ডলের রাজীবনগরে । পাথর দিয়ে মেরে তরুণীকে হত্যা করে তাঁর ভাই বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, মৃতের নাম আজমিরা সিন্ধু (21) ওরফে সাংঘভি ৷ অভিযুক্তের নাম হরিলাল ৷ সাংঘভি প্রায়শ্যই সোশাল মিডিয়ায় রিলস ও ভিডিয়ো পোস্ট করতেন ৷ কিন্তু তাঁর এই কাজ একেবারেই পছন্দ ছিল না ভাইয়ের ৷ আর এর জেরেই দিদির প্রাণ নিয়েছে হরিলাল বলে অভিযোগ ৷

পুলিশ সূত্রে খবর, রাজীবনগরে সাংঘভি তাঁর মা ও ভাই হরিলালের সঙ্গে থাকতেন । তিনি মাহাবুবাবাদে এএনএম নার্সিংয় নিয়ে পড়াশোনা করছিলেন ৷ তবে পড়াশোনার মাঝেও তিনি সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন । ছবি থেকে বিভিন্ন ছোট ভিডিয়ো পোস্ট করতেন সেখানে তিনি ৷ কিন্তু হরিলালের এই বিষয়টি একেবারেই পছন্দ ছিল না ৷ যার জেরে প্রায়শ্যই দিদির সঙ্গে ঝামেলা হত তাঁর । জানা গিয়েছে, এ নিয়ে সোমবার রাতেও উভয়ের মধ্যে হাতাহাতি হয় । সেসময় হরিলাল ভারী কিছু দিয়ে সাংঘভির মাথায় আঘাত করেন এবং এই ঘটনায় তিনি গুরুতর আহত হন । প্রচুর রক্তক্ষরণ হয় তাঁর ৷ সঙ্গে সঙ্গে তাঁকে খাম্মাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা আশংকাজনক ।

আরও পড়ুন: রিল বানিয়ে বন্ধুত্ব, সেই সুযোগে বন্ধুর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 2

পরে তাঁকে আরও ভালো চিকিৎসার জন্য ওয়ারঙ্গল নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তবে পথেই সাংঘভির মৃত্যু হয় । মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করে ৷ তখনই গ্রামবাসী পুলিশে খবর দেয় । পুলিশ এসে তদন্ত করতে গেলে খুনের ঘটনা প্রকাশ্যে আসে । পুলিশ আসার আগেই হরিলাল পালিয়ে যায় বলে খবর । তবে পুলিশ জানিয়েছে, তারা খুনের মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.