ETV Bharat / bharat

Groom cancels wedding: কনের চুল ছোট, অযোধ্যায় বিয়েতে অস্বীকার বরের

author img

By

Published : Feb 23, 2023, 8:16 PM IST

কনের চুল ছোট থাকায় বিয়ে করতে অস্বীকার করল বর (Groom Refused to Marry In Ayodhya) ৷ কনের পরিবারের অভিযোগের ভিত্তিতে বর-সহ আটক 9 ৷

Groom cancels wedding
Groom cancels wedding

অযোধ্যা (উত্তরপ্রদেশ), 23 ফেব্রুয়ারি: কনের চুল ছোট ৷ সেই কারণে বিয়ে বাতিলের অভিযোগ উঠল বরপক্ষের বিরুদ্ধে (Groom Refused to Marry In Ayodhya) ৷ যদিও কনেপক্ষের দাবি, ছোট চুলের বিষয়টি মোটেও সমস্যা নয় ৷ দাবি মতো যৌতুক না মেলায় বিয়ে বাতিল করা হয় বরপক্ষের তরফে ৷ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরপ্রদেশের বিকাপুর জেলার কোতোয়ালি এলাকায় রীতিমতো হইচই পড়ে ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ কনেপক্ষের অভিযোগের ভিত্তিতে বরপক্ষের ন’জনকে আটক করা হয় পুলিশের তরফে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কনেপক্ষের বাড়ি অযোধ্যার বিকাপুর কোতোয়ালি এলাকায় ৷ আর বরপক্ষ থাকে জামোলি গ্রামে ৷ বুধবার সন্ধ্যায় সেখান থেকেই রীতিমতো শোভাযাত্রা করে বিয়ের জন্য আসেন বর ৷ সঙ্গে ছিলেন আত্মীয়-পরিজনরা ৷ সবই ঠিক চলছিল ৷ কিন্তু আচমকাই বেঁকে বসে বরপক্ষ ৷ তারা দাবি করে যে কনের মাথায় চুল ছোট ৷ তাই এই বিয়ে সম্ভব নয় (Groom Refused Marry Seeing Short Hair Bride) ৷

বরপক্ষের এমন দাবির কথা জানাজানি হতেই হইচই পড়ে বিয়েবাড়িতে ৷ দু’পক্ষের মধ্যে বচসাও হয় ৷ কিন্তু নিজেদের যুক্তিতে অনড় ছিলেন বর ও তাঁর বাড়ির লোকেরা ৷ তাঁরা বিয়ে ভেঙে দেন ৷ তার পর সেখান থেকে রওনা দেন বাড়ির উদ্দেশে ৷ কিন্তু কনেপক্ষও নাছোড় ছিল ৷ তারা বরযাত্রীর পিছু ধাওয়া করে ৷ তার পর গ্রামের মধ্যেই তাদের আটকে দেওয়া হয় ৷

স্থানীয়দের দাবি, এর পর দু’পক্ষের মধ্যে আলোচনা হয় ৷ কিন্তু তাতে কোনও রফাসূত্র হয়নি ৷ ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ খবর যায় পুলিশে ৷ ঘটনাস্থলে আসে পুলিশ ৷ পুলিশের কাছে কনেপক্ষ দাবি করে যে দাবি মতো যৌতুক না মেলায় বিয়ে ভেঙে দিয়েছেন বরের বাড়ির লোকজন ৷ পুলিশ দু‘পক্ষকে থানায় নিয়ে যায় ৷ সেখানে আলোচনা হয় ৷ সেখানেও কোনও সমাধান হয় না ৷

তখন মেয়ের বাড়ির তরফে পুলিশের কাছে বরপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বর, বরের বাবা-সহ ন’জনকে আটক করে ৷ পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রয়োজনে গ্রেফতার করা হবে অভিযুক্তদের ৷

আরও পড়ুন: করোনার ভয়ে ছেলেকে নিয়ে 3 বছর ফ্ল্যাটেই কাটালেন মহিলা!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.