ETV Bharat / bharat

রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস বিজেপির

author img

By

Published : Feb 12, 2021, 7:14 PM IST

Updated : Feb 12, 2021, 8:29 PM IST

রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনল বিজেপি৷ শুক্রবার লোকসভায় বিজেপি সাংসদ সঞ্জয় জসওয়াল রাহুলের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেন৷ গতকাল, মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধির আচরণ নিয়ে প্রশ্ন তুলেই এই নোটিস দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে৷

রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস বিজেপির
রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস বিজেপির

দিল্লি, 12 ফেব্রুয়ারি : রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনল বিজেপি৷ শুক্রবার লোকসভায় বিজেপি সাংসদ সঞ্জয় জসওয়াল রাহুলের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেন৷ গতকাল, মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধির আচরণ নিয়ে প্রশ্ন তুলেই এই নোটিস দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে৷

  • BJP Lok Sabha MP Sanjay Jaiswal has moved Privilege Motion Notice against Congress MP Rahul Gandhi, citing 'serious breach of privilege and contempt of the House on 11th February 2021'.

    — ANI (@ANI) February 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার লোকসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণে অংশগ্রহণ করেন ওয়েনাড়ের সাংসদ কংগ্রেসের রাহুল গান্ধি৷ কিন্তু তিনি বাজেটের উপর একটিও কথা বলতে রাজি হননি৷ বরং কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে সমালোচনা করেন৷ একাধিক অভিযোগ করেন৷ কৃষক আন্দোলন চলাকালীন 200-রও বেশি কৃষক মারা গিয়েছে এই অভিযোগ তুলে দু’মিনিট নীরবতা পালন করেন৷ তার পর যখন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর এই আচরণের সমালোচনা শুরু করেন, সেই সময় লোকসভা ছেড়ে বেরিয়ে যান রাহুল৷

আরও পড়ুন : সংসদে দাঁড়িয়ে কি মমতাকে 9 বছর আগের ‘অপমান’ ফেরালেন দীনেশ ত্রিবেদী ?

তাঁর এই আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক হয়৷ কেন্দ্রীয় সরকারের দুই মন্ত্রী অনুরাগ ঠাকুর ও স্মৃতি ইরানি লোকসভায় দাঁড়িয়েই রাহুল গান্ধির ওই আচরণের সমালোচনা করেন৷ সেই নিয়েই লোকসভায় রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হল৷

Last Updated :Feb 12, 2021, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.