ETV Bharat / bharat

BJP MLA Eshwarappa: মন্ত্রিত্বে না ফেরালে বিধানসভায় যাবেন না, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

author img

By

Published : Dec 20, 2022, 3:08 PM IST

কর্ণাটকের (Karnataka) প্রবীণ বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা (BJP MLA Eshwarappa) ৷ ঠিকাদার আত্মহত্যার বিতর্কের জেরে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন ৷ এবার তিনি আবার মন্ত্রী হতে চান ৷ না হলে বিধানসভার অধিবেশনে যোগ দেবেন না বলে জানিয়েছেন ৷

bjp-mla-eshwarappa-says-wont-attend-assembly-session-till-i-am-made-minister
BJP MLA Eshwarappa: মন্ত্রিত্বে না ফেরালে বিধানসভায় যাবেন না, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

বাগালকোট (কর্ণাটক), 20 ডিসেম্বর: মন্ত্রী না হওয়া পর্যন্ত বিধানসভা অধিবেশনে যোগ দেবেন না, সোমবার কর্ণাটকের (Karnataka) প্রবীণ বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা (BJP MLA Eshwarappa) এই দাবি করেছেন ৷

শিবমোগার বিধায়ক এই বছরের শুরুর দিকে গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতী রাজ মন্ত্রী হিসাবে পদত্যাগ করেছিলেন ৷ বেলাগাভির (Belagavi) ঠিকাদার সন্তোষ পাটিল উদুপি হোটেলে আত্মঘাতী হন ৷ তাঁর কাছ থেকে 40 শতাংশ কমিশন দাবি করা হয়েছে, এই অভিযোগ তুলে তিনি আত্মহত্যা করেন ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছিল ঈশ্বরাপ্পার ৷ তার পরই তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন ৷

ঈশ্বরাপ্পা সাংবাদিকদের জানিয়েছেন যে তদন্তকারী সংস্থা তাঁকে ঠিকাদার আত্মহত্যার মামলায় (Contractor Suicide Case) ক্লিন চিট দিলেও তাঁকে মন্ত্রিত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে । তিনি আরও জানিয়েছেন যে বেলাগাভিতে যাবেন, যেখানে বিধানসভার অধিবেশন চলছে ৷ তবে তিনি এতে যোগ দেবেন না ।

এই নিয়ে ঈশ্বরাপ্পা যে ক্ষুব্ধ, তা স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ তিনি জানিয়েছেন, বেলাগাভিতে যাওয়ার উদ্দেশ্য হল, বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরির কাছে একটি চিঠি জমা দেওয়া, যাতে তাঁকে পুরো অধিবেশনে যোগ না দেওয়ার অনুমতি দেওয়া হয় ৷ পাশাপাশি ওই আত্মহত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন তিনি ৷

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমার মামলায় রায় এসেছে এবং ক্লিনচিট দেওয়া হয়েছে ৷ কিন্তু মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka CM Basavaraj Bommai) আমাকে মন্ত্রিত্ব দেওয়ার বিষয়ে টালবাহানা করছেন ৷ মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি আমাকে একজন মন্ত্রী করবেন এবং জোর দিয়েছিলেন যে আমার মতো লোকদের মন্ত্রিসভায় থাকা উচিত ৷ কিন্তু আমি জানি না কেন তিনি আমাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করছেন না ৷’’

তিনি আরও দাবি করেছেন যে তিনি রাজ্যজুড়ে তাঁর অনুগামীদের কাছ থেকে ফোন পেয়েছেন ৷ রাজ্য জুড়ে বিভিন্ন আশ্রমের লোকেরা, কর্মীরা তাঁকে জিজ্ঞাসা করছেন যে কেন তাঁকে এখনও মন্ত্রী করা হয়নি ৷ এই নিয়ে তাঁর কাছে কোনও উত্তর নেই ৷ ফলে তিনি অপমানিত বোধ করছেন ৷

তিনি বলেন, ‘‘আমি তাঁদের (বিজেপি নেতৃত্ব) বোঝানোর একমাত্র উদ্দেশ্য নিয়ে অধিবেশনে যোগ না দেওয়ার মাধ্যমে এই বিনীত প্রতিবাদ শুরু করেছি ৷’’

প্রসঙ্গত, কর্ণাটকে 34টি অনুমোদিত মন্ত্রী পদ রয়েছে, বর্তমানে মাত্র 28 জন মন্ত্রী রয়েছেন । বিধানসভা নির্বাচনের প্রায় চার মাস বাকি, তার আগে ঈশ্বরাপ্পা-সহ ক্ষমতাসীন বিজেপিতে অনেকেই মন্ত্রী হতে আগ্রহী ।

আরও পড়ুন: কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হলেন বাসবরাজ এস বোম্মাই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.