ETV Bharat / bharat

BJP : ইটাহারে বিজেপি নেতা খুনের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিল পদ্মশিবির

author img

By

Published : Oct 18, 2021, 9:28 PM IST

BJP Leader Murder
BJP Leader Murder

এর আগেও মিঠুন ঘোষকে গুলি করা হয়েছিল । সেবার প্রাণে বাঁচলেও এবার তাঁকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয় । এই ঘটনায় স্থানীয় তৃনমূল নেতা কাশেম আলি-সহ তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

রায়গঞ্জ, 18 অক্টোবর : রবিবার রাতে উত্তর দিনাজপুরের ইটাহারের রাজগ্রামে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল বিজেপি নেতা মিঠুন ঘোষকে । তারপর থেকেই কার্যত উত্তাল রাজ্য-রাজনীতি ৷ এবার বিজেপি নেতা খুনের প্রতিবাদে মঙ্গলবার ৮ ঘন্টার উত্তর দিনাজপুর সাধারণ ধর্মঘটের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন : Rahul Gandhi : রাহুলকে দ্রুত সভাপতি পদে ফিরতে অনুরোধ কংগ্রেস নেতাদের

সোমবার উত্তর দিনাজপুর বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার ৮ ঘন্টার জেলা বনধের কথা ঘোষণা করেন তিনি । এরপর তিনি নিহত বিজেপি নেতা মিঠুন ঘোষের ইটাহারে রাজগ্রামের বাড়িতে সমবেদনা জানাতে যান । দুষ্কৃতীদের গুলিতে খুন হন উত্তর দিনাজপুর জেলা বিজেপির যুবমোর্চার-সহ সম্পাদক মিঠুন ঘোষ । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । তদন্তে নেমে ইটাহার থানার পুলিশ সন্তোষ মহন্ত নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে । কাশেম আলি ও সুকুমার ঘোষ নামে অপর দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ।

বিজেপি নেতার খুনের ঘটনায় স্থানীয় তৃনমূল নেতা কাশেম আলি-সহ তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত আছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তাঁর অভিযোগ, পুলিশ এই ঘটনায় যে ভূমিকা পালন করছে তাতে নিরপেক্ষ তদন্ত হবে না । পুলিশ ক্রমাগত ঘটনার মূল অভিযুক্ত তৃনমূল নেতা কাশেম আলিকে আড়াল করার চেষ্টা করছে । প্রসঙ্গত, এর আগেও মিঠুন ঘোষকে গুলি করা হয়েছিল । সেবার প্রাণে বাঁচলেও এবার তাঁকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয় ।

আরও পড়ুন : Assam Terror Threat : মুসলিম উচ্ছেদ নিয়ে অসমকে তাতিয়ে তোলার চেষ্টায় আল কায়দা-আইসিস, তটস্থ হিমন্ত সরকার

পদ্মশিবিরের অভিযোগ, বিজেপি করলেই তাদের হুমকি শাসানি এবং খুন করছে রাজ্যের শাসক দল । এই অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ৮ ঘন্টার উত্তর দিনাজপুর জেলা বনধ পালন করা হবে বলে জানানো হয়েছে বিরোধী শিবিরের পক্ষ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.