ETV Bharat / bharat

Rahul Gandhi : রাহুলকে দ্রুত সভাপতি পদে ফিরতে অনুরোধ কংগ্রেস নেতাদের

author img

By

Published : Oct 18, 2021, 4:06 PM IST

রাহুল গান্ধিকেই কংগ্রেসের সভাপতি হিসেবে দেখতে চান কংগ্রেস নেতারা ৷ তাই তাঁকে ওই পদে ফিরতে অনুরোধ করা হয়েছে ৷ সোমবার এই কথা জানিয়েছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে ৷

congress leaders request rahul gandhi to immediately become party president
Rahul Gandhi : দ্রুত সভাপতি পদে ফিরতে রাহুলকে অনুরোধ কংগ্রেস নেতাদের

নয়াদিল্লি, 18 অক্টোবর : 2019 সালে হারের দায় স্বীকার করে কংগ্রেসের সভাপতির পদ ছেড়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ কিন্তু কংগ্রেস (Congress) নেতারা চান, রাহুলই আবার ওই পদে ফিরে আসুন ৷ সম্প্রতি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে এমনই অনুরোধ রাহুলের কাছে করেছেন নেতারা ৷

সোমবার এই কথাই জানিয়েছেন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷ কিন্তু উত্তরে রাহুল কী বললেন ? সেই জবাবও এদিন দিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ৷ তিনি জানিয়েছেন, রাহুল উত্তরে ভাবার জন্য সময় নিয়েছেন ৷ দলের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন ৷

আরও পড়ুন : Natwar singh: সোনিয়াই 'অল-টাইম বস', ওয়ার্কিং কমিটির বৈঠক 'লোকদেখানো'; কটাক্ষ নটবরের

2019 সালে রাহুল গান্ধির ইস্তফার পর কংগ্রেসের কোনও স্থায়ী সভাপতি নেই ৷ অন্তর্বর্তী সভাপতি হিসেবে সোনিয়া গান্ধি (Sonia Gandhi) কাজ চালাচ্ছেন ৷ কিন্তু গত বছর থেকে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ও স্থায়ী সভাপতির দাবিতে সরব হয়েছেন নেতাদের একাংশ ৷ এই নিয়ে 23 জন কংগ্রেস নেতা সোনিয়াকে চিঠিও লেখেন ৷

তারপর থেকে সময় যত এগিয়েছে, ততই কংগ্রেসে বিদ্রোহের আগুন বাড়তে শুরু করেছে ৷ সেই পরিস্থিতিতে গত শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয় ৷ ওই বৈঠকে সোনিয়া গান্ধি বিদ্রোহীদের কড়া জবাব দেন ৷ জানিয়ে দেন যে তিনিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী ৷

আরও পড়ুন : Prashant Kishor : প্রিয়ঙ্কার নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় শঙ্কিত রাহুল, দাবি প্রশান্তর

কংগ্রেসের সূত্র থেকে জানা গিয়েছে যে আগামী বছর সেপ্টেম্বরে কংগ্রেসের সভাপতি নির্বাচন করা হবে ৷ রাহুল গান্ধিই পরবর্তী সভাপতি হতে পারেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল ৷ এই পরিস্থিতিতে সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন মল্লিকার্জুন খাড়গে ৷

সভাপতির পদে না থাকলেও কংগ্রেসের ‘সারথী’ যে রাহুল, তা তাঁর বিভিন্ন পদক্ষেপে, রাজনৈতিক বক্তব্যে ও নেতাদের আনুগত্যে বোঝা যায় ৷ কিন্তু তিনি নেতৃত্ব থেকে দূরে থাকার পর লোকসভা নির্বাচনের দু’বছর আগে কি ফের সভাপতির পদে বসতে চাইবেন ! আপাতত এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় কংগ্রেসের সবস্তরের নেতা-কর্মীরা ৷

আরও পড়ুন : Congress : স্থায়ী সভাপতি বাছতে কংগ্রেসে শীঘ্রই সাংগঠনিক নির্বাচনের সম্ভাবনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.