ETV Bharat / bharat

"কৃষকদের অপমান", ইন্ডিয়া গেটে ট্রাক্টর পোড়ানো প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

author img

By

Published : Sep 29, 2020, 1:27 PM IST

Updated : Sep 29, 2020, 1:59 PM IST

প্রধানমন্ত্রী বলেন, "এই যন্ত্রকে কৃষকরা পুজো করেন । ওঁরা সেই যন্ত্রেই আগুন ধরিয়ে কৃষকদের অপমান করেছেন ।"

modi
মোদি

দিল্লি, 29 সেপ্টেম্বর : কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে ইন্ডিয়া গেটের সামনে পোড়ানো হয়েছিল ট্রাক্টর । আজ সেই প্রসঙ্গ টেনেই ফের এই আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী । তাঁর কথায়, কৃষি আইনের বিরোধীরা আসলে কৃষকদের অপমান করছেন ।

আজ অনলাইনে উত্তরাখণ্ডে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । উদ্বোধনের পর তিনি বলেন, সদ্য শেষ হওয়া সংসদের অধিবেশনে কৃষক এবং শ্রমিকদের জন্য একাধিক সংস্কার করা হয়েছে । এই সংস্কার দেশের শ্রমিক, যুব সম্প্রদায়, নারী এবং কৃষকদের আরও শক্তিশালী করবে । কিন্তু দেশ দেখতে পাচ্ছে কিছু মানুষ নিজেদের স্বার্থে এর বিরোধিতা করছে ।

সংসদে কৃষি বিল পাশ হওয়ার পরই বিক্ষোভ শুরু হয় । সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । বিরোধী দল এবং কৃষক সংগঠনগুলি লাগাতার প্রতিবাদ আন্দোলন করছে । বিক্ষোভের আঁচ পৌঁছায় দিল্লিতেও । ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস । সেখানে একটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেওয়া হয় ।

India gate
ইন্ডিয়া গেটের কাছে ট্রাক্টর পোড়ানো হয়

আজ প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই প্রসঙ্গ আসে । তিনি বলেন, "এই যন্ত্রকে কৃষকরা পুজো করেন । ওঁরা সেই যন্ত্রেই আগুন ধরিয়ে কৃষকদের অপমান করেছেন । "

কিন্তু ট্রাক্টরে আগুন জ্বালানো নিয়ে পঞ্জাব যুব কংগ্রেসের সভাপতি ব্রিন্দর ধিলন বলেন, "আমাদের আওয়াজ তুলতেই হবে । আমরা সরকার নই । আমরা রাস্তাতেই আন্দোলন করতে পারি । বধির সরকারকে শোনানোর জন্য আমাদের চূড়ান্ত পদক্ষেপ করতেই হবে । "

কর্নাটকে বনধ পালন কৃষক সংগঠনের, দিল্লিতেও বিক্ষোভ

এর আগেও কেন্দ্রের দাবি ছিল, কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধী দলগুলি । সেই দাবি নস্যাৎ করে দেয় কৃষক সংগঠনগুলি । স্পষ্ট জানায়, কোনও বিরোধী দল তাদের ভুল পথে চালিত করছে না ।

Last Updated : Sep 29, 2020, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.