ETV Bharat / bharat

নজরদারি চলেছে হোয়াটসঅ্যাপে! কংগ্রেসের নিশানায় কেন্দ্র

author img

By

Published : Oct 31, 2019, 9:58 PM IST

হোয়াটসঅ্যাপে নজরদারির শিকার দেশের একাধিক প্রবীণ সরকারি আধিকারিক, সাংবাদিক, আইনজীবী এবং সমাজকর্মী ৷ মোবাইলে আড়ি পাতার জন্য ব্যবহার হয়েছে পেগাসাস নামের একটি স্পাইওয়্যার ৷ স্পাইওয়্যারটি মোবাইলের অপারেটিং সিস্টেমে ঢুকে ব্যবহারকারীর ম্যাসেজ, কল এবং পাসওয়ার্ড জেনে নিতে পারে ৷ ফোনের মাইক্রোফোনে আড়ি পেতে ঘরের মধ্যে কথোপকথনও জেনে নিতে সক্ষম এই পেগাসাস ৷

হোয়াটসঅ্য়াপ

দিল্লি , 31 অক্টোবর : সুরক্ষিত নয় হোয়াটসঅ্যাপ ! এই বছরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের উপর চলেছে নজরদারি ৷ অভিযোগ উঠেছে এক ইজরায়েলি সংস্থার বিরুদ্ধে ৷ দেশের একাধিক প্রবীণ সরকারি আধিকারিক, সাংবাদিক, আইনজীবী এবং সমাজকর্মীদের হোয়াটসঅ্যাপের উপর চলছে নজরদারি ৷

অভিযোগ, মে মাসে লোকসভা ভোটের সময়ে দু্​ই সপ্তাহ ধরে নজরদারি চলেছে ৷ মঙ্গলবার হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক ইজরায়েলি সাইবার সিকিউরিটি সংস্থা NSO-র বিরুদ্ধে মামলা করেছে । অভিযোগ , এই সংস্থাটি 20 টি দেশের 1400 হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সার্ভারে ছড়িয়ে দিয়েছে ম্যালওয়্যার ৷ মোবাইলের ভিতর দিয়ে আড়ি পাতার জন্য ব্যবহার হয়েছে পেগাসাস নামের একটি স্পাইওয়্যার ৷

নজরদারির নিশানায় ছিলেন নিহাল সিং রাঠৌর, পেশায় মানবাধিকার কর্মী ও আইনজীবী ৷ ভীমা-কোড়েগাঁও মামলায় একাধিক অভিযুক্তের হয়ে তিনি আদালতে লড়েছিলেন ৷ এছাড়াও নজরদারি চলেছে সমাজকর্মী বেলা ভাটিয়া, আইনজীবী ডিগ্রিপ্রসাদ চৌহান, মানবাধিকার কর্মী আনন্দ তেলতুম্বে, সাংবাদিক সিদ্ধান্ত সিবাল থেকে শুরু করে একাধিক সাংবাদিক ও সমাজকর্মীর উপর৷

NSO-র পক্ষ থেকেও জানানো হয়েছে পেগাসাস স্পাইওয়্যারটির লাইসেন্স শুধুমাত্র বৈধ কিছু সরকারি সংস্থাকে দেওয়া হয়েছে ৷ স্পাইওয়্যারটি মোবাইলের অপারেটিং সিস্টেমে ঢুকে ব্যবহারকারীর ম্যাসেজ, কল এবং পাসওয়ার্ড জেনে নিতে পারে ৷ ফোনের মাইক্রোফোনে আড়ি পেতে ঘরের মধ্যে কথোপকথনও জেনে নিতে সক্ষম এই পেগাসাস ৷ NSO-র এই স্পাইওয়্যারটি সন্ত্রাসবাদ ও অপরাধ দমনের কাজে ব্যবহার করা হয় ৷ অন্য যে কোনও নজরদারির কাজে এই স্পাইওয়্যারটির ব্যবহার নিষিদ্ধ ৷ NSO-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই স্পাইওয়্যার প্রযুক্তিটি মানবাধিকার রক্ষার জন্য প্রস্তুত হয়েছে ৷ স্পাইওয়্যারটি রাষ্ট্রসঙ্ঘ স্বীকৃত বিধি মেনেই প্রস্তুত হয়েছে বলে দাবি করে NSO ৷

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে নজরদারির শিকার হওয়া ব্যবহারকারীদের তালিকা প্রকাশ করা হয়নি ৷ তবে প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে ৷ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের সুরক্ষা ব্যবস্থা আরও জোরালো করার কথাও জানিয়েছে ৷

কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ এদিন জানান যে হোয়াটসঅ্যাপে নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন নিয়ে সরকার চিন্তিত ৷ সরকারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলেও জানান রবিশংকর প্রসাদ ৷ তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে আগামী সোমবারের মধ্যে হোয়াটসঅ্যাপকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে ৷

অন্যদিকে হোয়াটসঅ্যাপে নজরদারি প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস ৷ সুর চড়িয়েছে সরকারের বিরুদ্ধে ৷ সুপ্রিম কোর্টকে ঘটনাটি খতিয়ে দেখার জন্য আবেদন করা হয়েছে কংগ্রেসের তরফে ৷ দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এদিন টুইট করেন , 'মোদি সরকার আড়ি পাতছে ৷ ঘটনাটি আতঙ্কের হলেও আশ্চর্যজনক নয় ৷ BJP সরকার আমাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে ৷ রাষ্ট্রীয় সুরক্ষা পরিকাঠামোর নামে এই নজরদারি চলতেই থাকবে যদি না সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে ৷ সুপ্রিম কোর্টের অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে BJP সরকারকে নোটিশ পাঠানো প্রয়োজন ৷ "

Tokyo (Japan), Oct 31 (ANI): Tokyo Motor Show is one of the world's largest car exhibition which has attracted attention from car manufacturers with its new products. The theme of the Tokyo Motor Show in 2019 is 'future'."Future Expo" was held to introduce the Tokyo Olympics 2020 and to depict the future life. The exhibition features participation of home appliance makers, not car manufacturers. This car has automatic driving technology of home appliance maker "Panasonic". This car is developed "Space L" by Panasonic. Inside the car, windows and ceilings can be used as monitor to enjoy video and sound as 8K monitor gives people a sense of reality. Seat and space is controlled temperature and humidity automatically suitable for person. In addition, the front seats have computer and a video phone that can be used in business situation. In this area, Panasonic is displaying the latest products. There are walking-training products for use by the elderly and power suits to simplify transportation. One of the hottest products is a mist jet machine without getting wet. The idea of Japanese home appliance manufacturer with high technology makes us image lifestyle of future.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.