ETV Bharat / bharat

খড়গপুর IIT-র উদ্যোগে অনলাইনে গান্ধিপিডিয়া

author img

By

Published : Nov 30, 2019, 2:51 PM IST

খড়গপুর IIT-র দুজন ছাত্র এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-র উদ্যোগে তৈরি হবে 'গান্ধিপিডিয়া' ৷ সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artifical Intelligence) সাহায্যে ৷

gandhi
gandhi

খড়গপুর , 30 নভেম্বর : মহাত্মা গান্ধির 150তম জন্মবার্ষিকী উপলক্ষে খড়গপুর IIT-র দুজন ছাত্র এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-র উদ্যোগে তৈরি হবে 'গান্ধিপিডিয়া' ৷ সেখানে অনলাইনে পড়া যাবে গান্ধির লেখা চিঠি , বই , বক্তব্য ইত্য়াদি ।

শুক্রবার খড়গপুর ইন্ডিয়ান ইন্সটিউট অফ টেকনোলজি (IIT)-র তরফে জানানো হয় , সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artifical Intelligence) সাহায্যে ৷ প্রথম দফায় পোর্টালে মহাত্মা গান্ধির লেখা 40টি বই সূচিভুক্ত করা হবে ৷ এই বইগুলি মহাত্মার সামাজিক পরিসর পুনর্গঠন করবে ৷ তাঁদের জন্য এটি একটি ভাল উদ্যোগ যাঁরা মহাত্মার দেখানো পথে অনুপ্রেরণা পেতে তাঁর লেখা পড়তে ও তা নিয়ে চর্চা করতে চান ৷ "

আগামী বছরের মার্চ মাসের আগেই প্রকল্পটির প্রথম পর্যায়টি অনলাইনে আনা হবে ৷ 2024 সালের মার্চ মাস পর্যন্ত মোট চারটি ধাপে পুরো প্রকল্পটির কাজ শেষ করা হবে । NSCM ও খড়গপুর IIT-র সঙ্গে গান্ধিনগর IIT এই প্রকল্পে অংশ নিয়েছে ৷

IIT খড়গপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অনিমেষ মুখোপাধ্যায় বলেন , "মহাত্মা গান্ধির 'মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ' বইটি প্রথম দফায় প্রকাশিত হবে ৷ " অনিমেষ মুখোপাধ্যায়ের অধীনে এই প্রকল্পটির কাজ হচ্ছে ৷ তিনি আরও বলেন , "মহাত্মার লেখা চিঠিগুলিও এই পোর্টালে প্রকাশিত হবে ৷"

New Delhi, Nov 30 (ANI): While speaking to ANI on downfall in economy, Congress leader Kap0il Saibal asked Union Finance Minister Nirmala Sitharaman and the Centre that what have they done in terms of the economy of this country and what is it that the Finance Minister is doing for the country. He said, "Well, at the moment the July-September quarter shows a growth rate of 4.05%. In the previous quarter it was 5%. So, you see the economy going down. The Finance Minister in the House said the other day that we must have patience. I want to ask her that how does a man who is hungry, how much patience can he have? Which sector of the economy is doing well? The telecom sector is now in the debt of 6 lakh crores. Nobody is making profit. There is electricity but nobody is buying it". He further added, "What is it that the Finance Minister is doing for the country? What have they done in terms of the economy of this country? They have no way because they have no plan. They don't have expertise and don't have people who understand the economy. There is already a discussion on the economy. We need to deal with many things. Part of politics has overtaken us".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.