ETV Bharat / bharat

বিশেষ সুরক্ষা ব্যবস্থা চেন্নাই বিমানবন্দরে

author img

By

Published : Sep 10, 2020, 4:34 PM IST

Chennai Airport
Chennai Airport

চেন্নাইগামী বিমানের কার্যকলাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ৷ বিমানবন্দরে প্রবেশের সময় বেশ কিছু নিয়ম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ যাত্রীদের ব্যাগ জীবাণুমুক্ত করা হচ্ছে ৷ আইসোলেশন কক্ষ গড়ে তোলা হয়েছে ৷

চেন্নাই , 10 সেপ্টেম্বর : কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে মার্চ মাস থেকে লকডাউন শুরু হয়েছে ৷ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ছিল দেশে ৷ জুন থেকে শুরু হয় আনলক পর্ব ৷ স্বাভাবিক হয় বিভিন্ন পরিষেবা ৷ আর এই লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে চেন্নাইভিত্তিক বিমানের কার্যকলাপ কিছুটা হলেও বেড়েছে ৷ চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

চেন্নাইগামী বিমানের কার্যকলাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ৷ বিমানবন্দরে প্রবেশের সময় বেশ কিছু নিয়ম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ যাত্রীদের ব্যাগ জীবাণুমুক্ত করা হচ্ছে ৷ আইসোলেশন কক্ষ গড়ে তোলা হয়েছে ৷

চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর সুনীল দত্ত বলেন , "ভাইরাস সংক্রমণ প্রতিরোধ নিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে , সে সম্পর্কে মানুষ আরও সচেতন হয়েছে । আমরা দেখেছি মানুষ বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গেই সাবধানতা অবলম্বন করছে । যাত্রীদের সহায়তার জন্য, বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের সঙ্গে নতুন নিয়ম অনুসরণের বিষয়ে কথা বলছেন ৷ যা আমাদের সকলকে উপকৃত করবে ৷"

বিমানবন্দরের এক যাত্রী শ্রীনিবাস বলেন , "কর্তৃপক্ষ নিরাপদ যাত্রার ব্যবস্থা করেছে ৷ আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে । কুমার প্রাঞ্জল নামে অন্য এক যাত্রী বলেন , "আমাদের স্যানিটাইজ়ার , ফেস শিল্ড , PPE কিট দেওয়া হয়েছে ৷ ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ খুব ভালো পরিষেবা দিচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.