ETV Bharat / bharat

ডিব্রুগড়ে বন্যায় বিপর্যস্ত 25 হাজার মানুষের জীবন, জলমগ্ন কাজিরাঙা

author img

By

Published : Jun 27, 2020, 1:40 PM IST

Updated : Jun 27, 2020, 2:24 PM IST

assam
ডিব্রুগড়ে বন্যায় বিপর্যস্ত 25,000 মানুষ

বন্যার কবলে 25,000 ডিব্রুগড়বাসী ৷ পাশাপাশি সমস্যায় পড়েছে কাজিরাঙা ও পবিত্ররা অভয়ারণ্যের প্রাণীরা ৷

ডিব্রুগড় (অসম ), 27 জুন : একটানা বৃষ্টিতে বেড়েছে ব্রহ্মপুত্রের জলস্তর ৷ বাড়তি জলস্তরের কারণে বর্তমানে অসমের 16টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । তার জেরে বিপর্যস্ত জনজীবন ৷ পাশাপাশি জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছে কাজিরাঙা ও পবিত্ররা অভয়ারণ্যের প্রাণীরা ৷

টানা বৃষ্টিতে অসমের ডিব্রুগড়ে প্রায় 25 হাজার মানুষের জীবন বিপর্যস্ত। জলমগ্ন হয়ে পড়েছে ডিব্রুগড়ের যোগাযোগের রাস্তাগুলি। বিশেষ করে প্লাবিত হয়েছে শহরের উত্তরদিক ৷ ডাঙ্গরি নদীর উপর আরসিসি সেতু জলের তোড়ে ভেঙে গেছে ৷ জেলা প্রশাসন ও অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরের (ASDMA ) পক্ষ থেকে ইতিমধ্যেই 142 টি ত্রাণ শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখানে বর্তমানে 18 হাজার মানুষ আশ্রয় নিয়েছেন ৷

বৃষ্টির জল প্রবেশ করেছে পবিত্ররা অভয়ারণ্যেও ৷ অসুবিধায় পড়েছে অভয়ারণ্যের 100টি গণ্ডার, 1500টি বুনোমহিষ , 1000টি শূকর ৷ প্রায় 12000 চাষের জমিতে জল প্রবেশ করায় ব্যাহত হয়েছে চাষবাস ৷ এছাড়া কাজিরাঙা অভয়ারণ্যের 50 শতাংশ জলমগ্ন হয়ে পড়েছে ৷ বাধ্য হয়ে প্রাণীরা আশ্রয় নিচ্ছে হিগল্যান্ড অঞ্চলে ৷ তবে প্রাণহানির কোনও খবর নেই ৷

অসমের বন্যা পরিস্থিতি ...দেখুন ভিডিয়োয়...

ডিব্রুগড়ের জেলা প্রশাসক পল্লভ গোপাল ঝা জানান, "বন্যায় প্রায় 25, 000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ আমরা ইতিমধ্যে জেলায় 14 টি ত্রাণ শিবির স্থাপন করেছি । বন্যার জল প্রবেশ করেছে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বাড়িতেও । আমরা তাঁর অসুস্থ মাকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করেছি । "

Last Updated :Jun 27, 2020, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.