ETV Bharat / bharat

ঝাড়খণ্ডের জঙ্গল থেকে ধৃত 4 মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

author img

By

Published : Nov 2, 2020, 11:27 AM IST

ঝাড়খণ্ডের বনো থানা এলাকার কানারোয়ান জঙ্গলে তল্লাশি চালিয়ে পুলিশ চার মাওবাদীকে গ্রেপ্তার করেছে ৷

ছবি
ছবি

সিমদেগা(ঝাড়খণ্ড),2 নভেম্বর : ঝাড়খণ্ডের সিমদেগা জেলা থেকে চার মাওবাদীকে গ্রেপ্তার করল পুলিশ । ওই চারজন নিষিদ্ধ পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (PLFI) সংগঠনের সদস্য ৷ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷

এই বিষয়ে পুলিশ সুপার শামস তারবেজ জানিয়েছেন, গতকাল বনো থানা এলাকার কানারোয়ান জঙ্গলে তল্লাশি চালিয়ে ওই চার মাওবাদীকে গ্রেপ্তার করা হয় ৷

তিনি আরও জানিয়েছেন, পুলিশকে দেখে মাওবাদীরা প্রথমে পালাতে চেষ্টা করলেও পরে ধরা পড়ে যায় ৷ ধৃতদের কাছ থেকে একটি দেশি রাইফেল এবং আটটি কার্তুজ উদ্ধার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.