ETV Bharat / bharat

কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন 11টি রাজনৈতিক দলের

author img

By

Published : Dec 6, 2020, 11:03 PM IST

Updated : Dec 7, 2020, 8:05 AM IST

sdf
sdf

কৃষকদের আন্দোলন ও বনধকে সমর্থন জানাল 11টি রাজনৈতিক দল । সেই তালিকায় রয়েছে কংগ্রেস, ডিএমকে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, সিপিআই(এম), সিপিআই-এমএল, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, রেভলিউশনারি সোশালিস্ট পার্টি ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া । সমর্থন জানিয়েছে জম্মু-কাশ্মীরের পিএজিডি জোটও ।

দিল্লি, 6 ডিসেম্বর : কৃষি আইন বাতিলের দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল রয়েছে দিল্লি । এক সপ্তাহেরও বেশি সময় ধরে দিল্লির একাধিক সীমান্ত এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা । 8 ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে একাধিক কৃষক সংগঠন । আর এবার কৃষকদের আন্দোলন ও বনধকে সমর্থন জানাল 11টি রাজনৈতিক দল ।

কৃষকদের আন্দোলন ও বনধকে সমর্থন জানাল 11টি রাজনৈতিক দল । সেই তালিকায় রয়েছে কংগ্রেস, ডিএমকে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, সিপিআই(এম), সিপিআই-এমএল, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, রেভলিউশনারি সোশালিস্ট পার্টি ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া । সমর্থন জানিয়েছে জম্মু-কাশ্মীরের পিএজিডি জোটও ।

এদিকে কৃষক সংগঠনের তরফে বলা হয়েছে, সরকারের সঙ্গে আলোচনায় তাঁরা তিনটি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৷ কিন্তু সরকার আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে । এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধিদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে । যদিও এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি । এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা । বনধের অংশ হিসেবে হাইওয়ে টোল গেটগুলিতে অবরোধ করবেন কৃষকরা ৷ সরকারকে কোনও প্রকার টোল আদায় করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা ৷

পাশাপাশি রাজনৈতিক দলগুলির সমর্থনকে স্বাগত জানিয়েছে কৃষক সংগঠন এআইকেএসসিসি । তাদের মতে, রাজনৈতিক দলগুলির সমর্থন থেকে বোঝা যাচ্ছে যে সমাজের একটা বড় অংশ কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের বিরোধিতা করছে আর তারা কৃষকদের পাশে রয়েছে ।

Last Updated :Dec 7, 2020, 8:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.