ETV Bharat / bharat

Bhagwant Mann on Amritpal Arrest: ডিব্রুগড় জেলে অমৃতপাল সিং, রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মান

author img

By

Published : Apr 23, 2023, 5:10 PM IST

Updated : Apr 24, 2023, 2:51 PM IST

ETV Bharat
অমৃতপাল সিংয়ের গ্রেফতারিতে ভগবন্ত মানের প্রতিক্রিয়া

রবিবার ভোরে পঞ্জাব পুলিশ গ্রেফতার করে বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংকে ৷ এদিন দুপুরে তাকে বিমানে অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হয় ৷ এখানকার সেন্ট্রাল জেলে রাখা হবে তাকে ৷

ভগবন্ত মানের বক্তব্য

চণ্ডীগড়, 23 এপ্রিল: রবিবার ভোরে পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে 'ওয়ারিস পঞ্জাব দে' সংগঠনের নেতা অমৃতপাল সিংকে ৷ এদিন প্রথমে পঞ্জাবের মোগাতে আত্মসমর্পণ করে অমৃতপাল সিং ৷ তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ ৷ যেহেতু ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে অমৃতপালকে, তাই এদিন দুপুরেই তাকে বিশেষ বিমানে অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হয় খালিস্তানপন্থী নেতাকে ৷ সূত্রের খবর, আপাতত সেখানকার জেলেই রাখা হবে অমৃতপালকে ৷ অন্যদিকে, এতদিন চুপ থাকলেও রবিবার অমৃতপাল গ্রেফতার হওয়ার পর এই বিষয়ে মুখ খুলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷

এদিন এক ভিডিয়ো বার্তায় তিনি জানান, গত কয়েক মাস ধরে পঞ্জাবের শান্তি-সম্প্রীতি নষ্টের চেষ্টা করছিল কিছু উগ্রপন্থী ৷ তাদের গ্রেফতার করা হয়েছে ৷ গত কয়েকদিনে এখানকার মানুষ যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছেন তার জন্য রাজ্যের 3 কোটি মানুষকে ধন্যবাদ ৷ প্রায় 35 দিন ধরে পলাতক ছিলেন অমৃতপাল সিং ৷ এর আগে গত 18 মার্চ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল এই অভিযুক্ত ৷ এই প্রসঙ্গে এদিন ভগবন্ত সিং মান বলেন, "আজ অমৃতপাল সিং'কে গ্রেফতার করা হয়েছে ৷ দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ রাজ্যের শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি নষ্ট করতে কাউকে দেওয়া হবে না ৷"

মান জানিয়েছেন, শনিবার রাতেই অমৃতপালের খবর তাঁর কাছে পৌঁছয় ৷ তিনি সারারাত ঘুমাননি ৷ প্রতি 15-20 মিনিট অন্তর তিনি খোঁজ নিয়েছেন পরিস্থিতির ৷ অমৃতপালকে ধরতে যাতে কোনও অশান্তি না-হয়, রক্ত না-ঝরে তার দিকে তিনি নজর রেখেছিলেন বলে দাবি করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ তাঁর উপর ভরসা রাখার জন্য আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ৷

আরও পড়ুন: অমৃত পাল সিংয়ের গ্রেফতারি, শেষ হবে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদ ?

Last Updated :Apr 24, 2023, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.