Assam Boat Tragedy : ব্রহ্মপুত্রে নৌকা দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু, নিখোঁজ দুই

author img

By

Published : Sep 9, 2021, 6:10 PM IST

Assam Boat Tragedy : One dead, two remains missing

ব্রহ্মপুত্রে নৌকা দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর ৷ খোঁজ মিলছে না দুই যাত্রীর ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ চলছে তদন্ত ৷ বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযানের তদারকি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

জোড়হাট, 9 সেপ্টেম্বর : ব্রহ্মপুত্রে নৌকা দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক তরুণীর মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজের সংখ্যা দুই ৷ স্থানীয় প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ যদিও বুধবার বিকেলে দুর্ঘটনার পর প্রাথমিকভাবে দু’জনের মৃত্য়ুর কথা প্রকাশ্যে এসেছিল ৷ বৃহস্পতিবার অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (ASDMA) তরফে জানানো হয়েছে, যে তরুণীর মৃত্যু হয়েছে, তিনি দুর্ঘটনাগ্রস্ত নৌকা দু’টির কোনও একটিতে সওয়ার ছিলেন ৷ তিনি অসুস্থ ছিলেন ৷ উদ্ধারকারীরা 30 বছরের ওই তরুণীকে উদ্ধার করলেও পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ এছাড়াও, ওই নৌকার আরও দুই যাত্রীর খোঁজ মিলছে না ৷ এএসডিএমএ-র এক মুখপাত্র এদিন সাংবাদমাধ্যমকে জানান, দু’টি নৌকায় সব মিলিয়ে মোট 90 জন সওয়ারী ছিলেন ৷ তাঁদের মধ্যে 87 জনেরই খোঁজ পাওয়া গিয়েছে ৷ তাঁরা সকলেই জীবিত রয়েছেন ৷’’

আরও পড়ুন : Boats collided on Brahmaputra : ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত 1, নিখোঁজ অসংখ্য

সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) সদস্যরা এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন ৷ সেই দলে রয়েছেন জোড়হাট, গোলাঘাট, মাজুলি এবং বোকাখাটের এসডিআরএফ সদস্যরা ৷ 41 জনের ওই উদ্ধারকারী দলে ন’জন দক্ষ সাঁতারুও রয়েছেন ৷ গভীর জলে উদ্ধারকাজ চালানোর প্রশিক্ষণ রয়েছ তাঁদের ৷ সাতটি নৌকায় উদ্ধারকাজ চালাচ্ছেন তাঁরা ৷ পাশাপাশি, এই অভিযানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও (National Disaster Rescue Force) সংযুক্ত করা হয়েছে ৷ ঘটনাস্থলে 24টি নৌকায় তল্লাশি চালাচ্ছেন তাদের 167 জন সদস্য ৷ নিখোঁজদের খোঁজে নদীর গভীরে তল্লাশির কাজে লাগানো হয়েছে 30 জন সাঁতারুকে ৷

ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার ৷ কর্তব্যে গাফিলতির অভিযোগে অন্তর্দেশীয় জল পরিবহণ বিভাগের তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ৷ প্রসঙ্গত, ব্রহ্মপুত্রে জলস্তর বাড়ায় গত সপ্তাহেই মাজুলি থেকে নিমাতিহাট পর্যন্ত জলপথে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয় ৷ গত রবিবার থেকে ফের শুরু হয় নৌচলাচল ৷ তার চারদিনের মাথায় বুধবারই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷

আরও পড়ুন : সুন্দরবনে নৌকা উল্টে মৃত 1 পর্যটক, নিখোঁজ আরও 1

দুর্ঘটনার পরই টুইটারে এ নিয়ে শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ কেমন চলছে, তা খতিয়ে দেখেন তিনি ৷ কথা বলেন দুর্ঘটনায় আহত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে ৷ এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে মাজুলি থেকে নিমাতিহাট পর্যন্ত নদীপথে সিঙ্গল ইঞ্জিনের মোটর বোট চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷ পাশাপাশি, নৌকা মালিকরা যাতে তাঁদের জলযানে মেরিন ইঞ্জিন লাগাতে পারেন, তার জন্য সরকারের তরফে আংশিক অর্থ সাহায্যেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ এতদিন এই রুটে মোট 10টি সিঙ্গল ইঞ্জিন নৌকা চলাচল করত ৷ সেগুলির সবক’টিতেই মেরিন ইঞ্জিন লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.