Boats collided on Brahmaputra : ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত 1, নিখোঁজ অসংখ্য

author img

By

Published : Sep 8, 2021, 6:49 PM IST

Updated : Sep 8, 2021, 8:32 PM IST

at least two people dead and several are missing after two boat collided on Brahmaputra
Boats collided on Brahmaputra : ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত অন্তত দুই, নিখোঁজ অসংখ্য ()

অসমের জোড়হাটে ভয়াবহ দুর্ঘটনা ৷ ব্রহ্মপুত্রে দু’টি নৌকার মুখোমুখি সংঘর্ষ ৷ মৃত কমপক্ষে দুই ৷ নিখোঁজ 100-রও বেশি ৷ উদ্ধারকাজে নেমেছে এসডিআরএফ ও এনডিআরএফ ৷

গুয়াহাটি, 8 সেপ্টেম্বর : ব্রহ্মপুত্রের বক্ষে মুখোমুখি ধাক্কা দু’টি নৌকার ৷ প্রাণ গেল কমপক্ষে একজনের ৷ খোঁজ মিলছে না অসংখ্য যাত্রীর ৷ বুধবার ঘটনাটি ঘটে অসমের জোড়হাটে ৷ টুইটারে ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত অন্তত দুই

আরও পড়ুন : সমুদ্রে ফের ট্রলার ডুবি, নিখোঁজ নামখানার 10 মৎস্যজীবী

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত নৌকা দু’টির মধ্যে একটি জোড়হাটের নিমাতিঘাট থেকে মাজুলির দিকে যাচ্ছিল ৷ আর মাজুলি থেকে আসা অন্য নৌকাটির গন্তব্য ছিল নিমাতিঘাট ৷ সেই সময়েই দুর্ঘটনা ঘটে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) ৷ তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে তারা ৷ শেষ আসা খবর অনুযায়ী, ঘটনাস্থল থেকে 20 জনকে উদ্ধার করেছেন এসডিআরএফ-এর সদস্যরা ৷ সূত্রের খবর, দু’টি নৌকাই যাত্রীবোঝাই ছিল ৷ মনে করা হচ্ছে, পুরুষ, মহিলা ও শিশু মিলিয়ে 100-রও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন ৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকা দু’টিতে যাত্রী ছাড়াও বেশ কয়েকটি দু’চাকা ও চারচাকার গাড়ি তোলা হয়েছিল ৷ দুর্ঘটনায় সেগুলিও তলিয়ে যায় ৷

  • I am pained at the tragic boat accident near Nimati Ghat, Jorhat.

    Directed Majuli & Jorhat admin to undertake rescue mission expeditiously with help of @NDRFHQ & SDRF. Advising Min @BimalBorahbjp to immediately rush to the accident site. I'll also visit Nimati Ghat tomorrow.

    — Himanta Biswa Sarma (@himantabiswa) September 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বকখালির ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার 9 মৎস্যজীবীর দেহ, নিখোঁজ এখনও 1

  • Adarniya HM Sri @AmitShah had kindly called to enquire about the accident in Nimati Ghat and took an update on the rescue operations and conditions of those rescued so far. He said the Central Government is ready to lend all possible help. Grateful to him.

    — Himanta Biswa Sarma (@himantabiswa) September 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুর্ঘটনার পরই এ নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ তিনি লেখেন, ‘‘জোড়হাটের নিমাতি ঘাটের কাছে নৌকা দুর্ঘটনায় আমি মর্মাহত ৷’’ হিমন্ত জানান, দুর্ঘটনার পরই এসডিআরএফ ও এনডিআরএফ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷ রাজ্য়ের মন্ত্রী বিমল বোরাকে অবিলম্বে ঘটনাস্থলে রওনা হওয়ারও নির্দেশ দেন হিমন্ত ৷ বৃহস্পতিবার তিনিও দুর্ঘটনাস্থলে যাবেন বলে জানান ৷

অন্য একটি টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) উদ্ধৃত করে হিমন্ত জানান, কী কারণে দুর্ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ৷ এর জন্য অমিত শাহের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন হিমন্ত ৷

Last Updated :Sep 8, 2021, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.