ETV Bharat / bharat

Cow Hug Day: 14 ফেব্রুয়ারি 'গরু আলিঙ্গন দিবস' পালন করুন ! বার্তা কেন্দ্রের

author img

By

Published : Feb 8, 2023, 8:36 PM IST

Animal Welfare Board of India insists to Celebrate Cow Hug Day on 14th February
গরু আলিঙ্গন দিবস

ভ্যালেনটাইনস ডে-তে 'গরু আলিঙ্গন দিবস' পালনের আবেদন (Cow Hug Day on 14th February) ! এমন আবেদন করল কে ?

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: প্রেম দিবসে গরুকে জরিয়ে ধরার আবদেন ! তাও আবার সরকারের তরফে ! এটুকু পড়ে আপনার যদি অবাক লাগে, তাহলে বলি, দয়া করে অবাক হবে না ৷ কারণ, এমনটাই ঘটেছে ৷ আর মাত্র কয়েকটি দিন পরই ভ্য়ালেনটাইনস ডে ! অর্থাৎ খাতায় কলমে প্রেম দিবস ৷ সেই 14 ফেব্রুয়ারিতেই গরুকে প্রেম-সহ জড়িয়ে ধরার বা আলিঙ্গন করার আবেদন জানাল কেন্দ্র ! রীতিমতো বিবৃতি জারি করে এই আবেদন করা হয়েছে ! সেই বিবৃতির 'বিষয়বস্তু'র অধীনে লেখা হয়েছে, "14 ফেব্রুয়ারি 'গরু আলিঙ্গন দিবস' পালন করুন" (Cow Hug Day on 14th February) ! এই বিবৃতি প্রকাশ করেছে ভারতের পশুকল্যাণ বোর্ড (Animal Welfare Board of India) ৷ বুধবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সরকারের আধিকারিকরা ৷ তাঁদের বক্তব্য, মানুষের মধ্যে 'ইতিবাচক মনোভাব' ছড়িয়ে দিতে এবং 'সমবেত আনন্দ' লাভ করতেই আমজনতার কাছে এই আবেদন রাখা হয়েছে ৷

উল্লেখ্য, প্রতিবছর 14 ফেব্রুয়ারি দিনটি ভ্য়ালেনটাইনস ডে হিসাবে সারা পৃথিবীতে পালন করা হয় ৷ ভারতও তার ব্যতিক্রম নয় ৷ কিন্তু, যেহেতু এই আচার পশ্চিমী, তাই কট্টরপন্থীদের একাংশের এতে ভারী আপত্তি ৷ তা নিয়ে প্রতিবছরই কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে ৷ কিন্তু, তা বলে প্রেম দিবসে সরকারি স্তরে এমন আবেদন আগে কখনও করা হয়েছে বলে কেউই মনে করতে পারছেন না ৷

আরও পড়ুন: বিনা বয়ফ্রেন্ডে প্রবেশ নিষিদ্ধ ! কলেজের 'প্রেমের' নোটিশে উত্তাল সোশাল মিডিয়া

সংশ্লিষ্ট বিবৃতিতে বলা হয়েছে, "সমস্ত গরুপ্রেমীরা আগামী 14 ফেব্রুয়ারি দিনটি গরু আলিঙ্গন দিবস হিসাবে পালন করুন ৷ তাতে মা গরুর গুরুত্ব আমাদের স্মরণে থাকবে ৷ এবং আমাদের জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে ৷" ওই একই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গরুকে জড়িয়ে ধরলে 'অনুভূতির দৃঢ়তা বাড়ে' ৷ সেইসঙ্গে, 'ব্যক্তিগত ও সমবেত আনন্দ লাভ হয়' ৷

ওই একই বিবৃতিতে দেশবাসীকে কার্যত মনে করিয়ে দেওয়া হয়েছে, ভারতের বৈদিক ঐতিহ্য অনুসারে, গরু সমাজ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ৷ কিন্তু, পশ্চিমী সভ্যতার চাপে আজ আমরা আমাদের নিজস্ব রীতি, রেওয়াজ হারিয়ে ফেলছি ৷ অর্থাৎ গরুকে নিয়ে আমাদের ঐতিহ্যও ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে ৷ তাই প্রাচীন ঐতিহ্য স্মরণ করিয়ে দিতেই গরুকে আলিঙ্গন করার বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তবে, সরকার যাই বলুক, এ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ অনেকেই বলছেন, অন্যান্য জরুরি ইস্যু থেকে নজর ঘোরাতেই এই বিবৃতি দেওয়া হয়েছে ৷ অনেকে আবার এর নেপথ্য়ে মেরুকরণের গন্ধও পাচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.