ETV Bharat / bharat

Amit Shah: 24 এর লোকসভা ভোটের আগেই দেশকে মাওবাদী মুক্ত করার প্রচেষ্টা চলছে, ছত্তিশগড়ে বললেন অমিত শাহ

author img

By

Published : Jan 7, 2023, 7:36 PM IST

দেশকে মাওবাদী মুক্ত করার চেষ্টা চলছে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগেই তা করা হবে ৷ শনিবার ছত্তিশগড়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

Amit Shah
Amit Shah

কোরবা (ছত্তিশগড়), 7 জানুয়ারি: 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে দেশকে মাওবাদী (Naxalism) মুক্ত করার প্রক্রিয়া চলছে ৷ শনিবার এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ এদিন তিনি ছত্তিশগড়ের কোরবা জেলায় এক সমাবেশে যোগ দেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন । একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে মাওবাদী হিংসার ঘটনা ক্রমশ কমছে ৷ 2009 সালে 2 হাজার 258টি মাওবাদী হিংসার ঘটনা ঘটেছিল ৷ 2021 সালে তা কমে 509 হয়েছে ৷

তিনি বলেন, "আমরা মাওবাদী-পীড়িত এলাকাকে নকশালদের হাত থেকে মুক্ত করার দরজায় পৌঁছেছি । 2009 সালে, কংগ্রেসের আমলে, 2258টি মাওবাদী হামলার ঘটনা সারা দেশে হয়েছিল । 2021 সালে এই ধরনের মাওবাদী হামলার ঘটনা 509-এ নেমে এসেছে । 2024 সালের নির্বাচনের আগে, মাওবাদীদের কবল থেকে গোটা দেশকে মুক্ত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে ।”

বিজেপির (BJP) এই হেভিওয়েট নেতা ছত্তিশগড়ের কংগ্রেস (Congress) সরকারকেও কটাক্ষ করেছেন ৷ তাঁর অভিযোগ, কংগ্রেস সরকারের আমলে এই রাজ্যে অপরাধ ও দুর্নীতি বৃদ্ধি পেয়েছে । তিনি বলেন, "ছত্তিশগড়ে, কংগ্রেস সবসময় অনগ্রসর শ্রেণির কথা বলে ৷ কিন্তু তাদের কিছুই দেয়নি । বিজেপি সরকার অনগ্রসর শ্রেণির কমিশন গঠন করেছে এবং অনগ্রসর শ্রেণির লোকদের সাংবিধানিক অধিকার দিয়েছে ।’’

তিনি আরও জানান, অনগ্রসর শ্রেণির জন্য নিট (NEET) পরীক্ষায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল । নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলিতে অনগ্রসর শ্রেণীর জন্য 27 শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ৷ তিনি বলেন, "আমরা 15 বছর ধরে অনেক কিছু করেছি, কিন্তু ভূপেশ বাঘেলের সরকার মিথ্যা বলার ফর্মুলা গ্রহণ করেছে । তিনি দুর্নীতি ছাড়া কোনও কাজ করেননি । আমি ভূপেশ বাঘেলের সরকারের কাছে জানতে চাই, আপনি এবং আপনার দল আদিবাসী সমাজের জন্য কী করেছেন ?’’

তিনি আরও বলেন, ‘‘ছত্তিশগড়ের আদিবাসী ভাই-বোনেরা এর হিসাব দাবি করছেন । দেশে বহু বছর ধরে কংগ্রেস সরকার ছিল ৷ কিন্তু কোনও আদিবাসী ভাই বা বোন দেশের রাষ্ট্রপতি হননি । নরেন্দ্র মোদিজি সাঁওতাল কন্যা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন ।"

আরও পড়ুন: কমপোসার পথে চলতে দায়িত্বে অমৃত ! নতুন বছরে নতুন ছক মাওবাদীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.