ETV Bharat / bharat

অপ্রাপ্তবয়স্কের সত্যিকারের ভালোবাসায় পুলিশ বাধা দিতে পারে না: দিল্লি হাইকোর্ট

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 5:44 PM IST

Etv Bharat
Etv Bharat

Delhi High court on Adolescent's love: আরিফ নামে এক যুবকের বিরুদ্ধে সম্প্রতি এক নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে ৷ একই ধর্মাবলম্বী হওয়ায় তাদের দু'জনেরই বিয়ে হয় মুসলিম রীতি অনুযায়ী । আরিফের বিরুদ্ধে অবশ্য 2015 সালের জানুয়ারিতে অপহরণ ও ধর্ষণের মামলা করে মেয়েটির পরিবার ।

নয়াদিল্লি, 12 জানুয়ারি: প্রেমিক এবং প্রেমিকার মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হলেও তাঁদের সত্যিকারের প্রেমে পুলিশ বাধা হয়ে দাঁড়াতে পারে না । শুক্রবার এ কথা সাফ জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট ৷ আরিফ নামে এক অভিযুক্তের বিরুদ্ধে নথিভুক্ত এফআইআর বাতিল করে বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ শুক্রবার এমনই মন্তব্য করেছে । আদালত জানিয়েছে, বিচারের স্কেল সবসময় গণিতের মতো হয় না । কখনও ন্যায়ের মাপদণ্ডের একদিকে আইন আবার অন্যদিকে জনগণ এবং তাঁদের সুখও থাকে ।

প্রসঙ্গত, আরিফ নামে এক যুবক সম্প্রতি এক নাবালিকাকে অপহরণ করেছেন বলে অভিযোগ ওঠে ৷ একই ধর্মাবলম্বী হওয়ায় তাঁদের দু'জনেরই বিয়ে হয় মুসলিম রীতি অনুযায়ী । আরিফের বিরুদ্ধে 2015 সালের জানুয়ারিতে অপহরণ ও ধর্ষণের মামলা করেন মেয়েটির বাবা-মা । এরপর 2015 সালের জুন মাসে আরিফকে গ্রেফতার করে পুলিশ । 2018 সালের এপ্রিলে আরিফ জামিন পান । আরিফ ছাড়া পাওয়ার পর স্বামী-স্ত্রী একসঙ্গেই থাকছিলেন ।

এরপর যখন মেয়েটিকে উদ্ধার করা হয়, তখন সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গিয়েছে । যদিও মেয়েটি তার গর্ভপাত করাতে সেই সময় অস্বীকার করে । মেয়েটি জানিয়েছে যে, তার বৈবাহিক সম্পর্ক এবং তার স্বামীর প্রেমের কারণে তার গর্ভাবস্থা হয়েছে । পরে মেয়েটি একটি কন্যাসন্তানের জন্ম দেয় । শুনানির সময় আদালত মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সে নিজের সম্মতিতে আরিফের কাছাকাছি এসেছিল ৷ তার সঙ্গে সম্পর্কও ছিল ।

মেয়েটি জানায়, ঘটনার সময় তার বয়স ছিল 18 বছর । তার সিদ্ধান্তের প্রেক্ষিতে, আদালত জানিয়েছে, আরিফ এবং মেয়েটির প্রেমের মধ্যে দুর্ভাগ্যক্রমে পুলিশ বাধা দিয়েছিল ৷ তার বয়স 18 বছরের কম ছিল বলে বিতর্ক তৈরি হয়েছিল ৷ পাশাপাশি যদি এফআইআর বাতিল না করা হয়, তবে এটি দম্পতির কন্যাসন্তানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও পর্যবেক্ষণে আদালত জানিয়েছে ।

আরও পড়ুন

ইডি'র বিরুদ্ধে দায়ের করা পুলিশের এফআইআরে স্থগিতাদেশ হাইকোর্টের

'ইডির তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত', কেন শুভেন্দুকে ছাড় ? প্রশ্ন কুণালের

কেরলের ছাত্রী খুনে দোষী মুর্শিদাবাদের বিজু মোল্লা, দ্বিগুণ যাবজ্জীবন কারাবাসের সাজা আদালতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.