ETV Bharat / bharat

কেরলের ছাত্রী খুনে দোষী মুর্শিদাবাদের বিজু মোল্লা, দ্বিগুণ যাবজ্জীবন কারাবাসের সাজা আদালতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 10:23 PM IST

ETV Bharat
খুনে যাবজ্জীবন কারাবাসের সাজা

Double life imprisonment for murdering: হার ছিনতাই করার চেষ্টা করেছিল বিজু মোল্লা ৷ আর তা আটকাতে গিয়ে তার হাতে খুন হন ছাত্রী নিমিশা ৷ এই ঘটনায় দোষী বিজুকে দ্বিগুন যাবজ্জীবন কারাবাসের সাজা দিল কেরলের একটি আদালত ৷

এরনাকুলাম, 11 জানুয়ারি: পড়ুয়া খুনে এক দোষীকে দু'বার যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল কেরলের একটি আদালত ৷ পড়ুয়া খুনে দোষী সাব্যস্ত ওই ব্যক্তিকে জোড়া যাবজ্জীবন সাজার ঘোষণা করেছেন কেরলের পারাবুরের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক ভি জ্যোতি ৷ পাশাপাশি অপরাধীকে 3 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে ৷

2018 সালের 30 জুলাই এই খুনের ঘটনাটি ঘটে এরনাকুলামের ভাজাকুলামে ৷ 44 বছর বয়সি বিজু মোল্লা নামের এক ব্যক্তি এরনাকুলামের এক পড়ুয়াকে খুন করে ৷ ঘটনাচক্রে বিজু মোল্লা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ৷ নিহত পড়ুয়ার নাম নিমিশা থাম্বি ৷ কেরলের এরনাকুলাম জেলার ভাজাকুলামের বাসিন্দা তিনি ৷

নিমিশা মারাপল্লী এমইএস কলেজের বিবিএ-র ছাত্রী ছিলেন ৷ বিজু মোল্লা তাঁর কাকিমার গলা থেকে সোনার হার ছিনতাই করার চেষ্টা করেছিল ৷ তখন নিমিশা বিজুকে আটকাতে যান ৷ সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে পড়ুয়াকে খুন করেন বিজু মোল্লা ৷ এই ঘটনায় নিমিশার কাকা এলিয়াসও জখম হয়েছিলেন ৷

এই খুনে থাডিইয়াত্তাপারাম্বু থানার পুলিশ একটি মামলা দায়ের করে ৷ জেলার ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শেষ করে চার্জশিট পেশ করে ৷ বিজু মোল্লার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ধারালো অস্ত্র দিয়ে ডাকাতি এবং অনধিকার প্রবেশের অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের হয় ৷ 9 জানুয়ারি আদালত বিজু মোল্লাকে দোষী সাব্য়স্ত করে ৷ এদিন তার সাজা ঘোষণা হল ৷ এই মামলায় 40 জন সাক্ষী দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, গৃহশিক্ষককে 21 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পকসো আদালত
  2. অন্তঃসত্ত্বা মাকে খুন, শিশু সন্তানের সাক্ষ্যে খুনিদের যাবজ্জীবন সাজা দিল আদালত
  3. গণধর্ষণে 2 দোষী সাব্যস্তের যাবজ্জীবন, পাচার মামলার আসামীকে 14 বছরের কারাদণ্ড দিল আদালত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.