ETV Bharat / bharat

Aditya L1 satellite: কবে সূর্যের খুব কাছে চলে যাবে আদিত্য এল1 স্যাটেলাইট ? জানাল ইসরো

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 1:29 PM IST

Aditya L1 to be injected into orbit around L1 point: 2 সেপ্টেম্বর আদিত্য এল1 উৎক্ষেপণ করেছে ইসরো ৷ আদিত্য এল1 পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে প্রথম ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে যাবে ।

Aditya 1 Satellite
আদিত্য এল1

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: এ বার আদিত্য এল1 সৌর মিশন স্যাটেলাইটটিকে সূর্যের চারপাশের কক্ষপথে এল1 পয়েন্টে প্রবেশ করানো হবে ৷ আর এই গুরুত্বপূর্ণ অভিযানটি হতে চলেছে আগামী 6 জানুয়ারি ৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের অধিকর্তা নীলেশ দেশাই ৷

তিনি বলেন, "একবার এটি হ্যালো কক্ষপথে সফলভাবে প্রবেশ করানো হলে সূর্য, পৃথিবী এবং স্যাটেলাইট একসঙ্গে চলতে থাকবে, তার ফলে আমরা ভ্যানটেজ এল1 পয়েন্ট থেকে সূর্যের ক্রমাগত কভারেজ এবং পর্যবেক্ষণ করতে পারি, যেখানে স্যাটেলাইটি গ্রহণ এবং অন্যান্য কিছুর দ্বারা প্রভাবিত হবে না ।"

ভারতের সৌর মিশন আদিত্য এল1 একটি মূল কৌশল অনুসরণ করে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 এর দিকে যাত্রা শুরু করার পরে, এটি মহাকাশ থেকে সৌর বায়ুতে শক্তিযুক্ত কণাগুলি নিয়ে গবেষণা শুরু করেছে এবং এটি তার বাকি জীবন এই কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন একজন শীর্ষ অ্যাস্ট্রোফিজিসিস্ট ৷

সৌর বায়ুর গবেষণা, সূর্য থেকে শক্তিপ্রাপ্ত কণার ক্রমাগত প্রবাহ যা সৌরজগতে প্রবেশ করে, সুপ্রা থার্মাল অ্যান্ড এনার্জিটিক পার্টিকেল স্পেকট্রোমিটার (এসটিইপিএস) নামে একটি যন্ত্রের সাহায্যে পরিচালিত হবে । এসটিইপিএস আদিত্য সৌর বায়ু পার্টিকেল এক্সপেরিমেন্ট (ASPEX) পেলোডের একটি অংশ ।

আরও পড়ুন: পৃথিবীর আকর্ষণ কাটিয়ে এল-1 পয়েন্টের পথে যাত্রা করল মহাকাশযান আদিত্য

2 সেপ্টেম্বর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আদিত্য-এল1-এর উৎক্ষেপণ করে ৷ পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে প্রথম ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে যাবে এই স্যাটেলাইট ।

18 সেপ্টেম্বর ইসরো টুইটারে জানিয়েছেন, "সূর্য-পৃথিবী এল1 পয়েন্ট-এর পথে রওনা দিলাম ! ট্রান্স-ল্যাগ্রেঞ্জিয়ান পয়েন্ট 1 ইনসারশন (TL1I) কৌশলটি সফলভাবে সঞ্চালিত হয়েছে । মহাকাশযানটি এখন একটি ট্রাজেক্টোরিতে রয়েছে যা এটিকে সূর্য-পৃথিবী এল1 পয়েন্টে নিয়ে যাবে ৷" ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টগুলি হল যেখানে মহাকর্ষীয় শক্তি, দুটি বস্তুর মধ্যে কাজ করে, একে অপরকে এমনভাবে ভারসাম্য দেয় যে মহাকাশযানটি দীর্ঘ সময়ের জন্য 'হোভার' করতে পারে ।

সৌর পর্যবেক্ষণের জন্য এল1 বিন্দুটিকে ল্যাগ্রাঞ্জিয়ান বিন্দুগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, যা গণিতবিদ জোসেফ লুই ল্যাগ্রেঞ্জ আবিষ্কার করেছিলেন । (সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.