ETV Bharat / bharat

Mission Aditya-L1: পৃথিবীর আকর্ষণ কাটিয়ে এল-1 পয়েন্টের পথে যাত্রা করল মহাকাশযান আদিত্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 10:05 AM IST

উৎক্ষেপণের দ্বিতীয় দিন 3 সেপ্টেম্বর থেকে পরপর পাঁচটি কক্ষপথ পেরিয়েছে আদিত্য এল-1 ৷ এবার সূর্য গবেষণার জন্য প্রয়োজনীয় এল-1 পয়েন্টে পৌঁছনোর কক্ষপথে স্থাপন করা হল মহাকাশযানটিকে ৷

ETV Bharat
আদিত্য এল-1

বেঙ্গালুরু, 19 সেপ্টেম্বর: পৃথিবীর চারদিকে ঘোরার পালা শেষ ৷ এবার এল-1 পয়েন্টের পথে রওনা দিল আদিত্য এল-1 ৷ আজ, 19 সেপ্টেম্বর ভোররাতে ইসরো সামাজিক মাধ্যম এক্স (টুইটারে) এই কথা জানিয়েছে ৷ 2 সেপ্টেম্বর সূর্যাভিযানের জন্য ভারতের প্রথম মহাকাশযান আদিত্য এল-1-কে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ৷

এদিন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এক্সে জানায়, "পৃথিবী ও সূর্যের দিকে এগিয়ে গিয়েছে আদিত্য এল-1 ! ট্রান্স-ল্যাগরানজিয়ান পয়েন্ট 1-এ মহাকাশযানটিকে সাফল্যের সঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে ৷ মহাকাশযানটি এবার সেই পথেই রয়েছে, যা তাকে সূর্য-পৃথিবীর এল1 পয়েন্টে নিয়ে যাবে ৷ 110 দিন পর আদিত্য এল-1-কে এল-1 পয়েন্টের চারদিকে একটি কক্ষপথে স্থাপন করা হবে ৷"

এই নিয়ে পরপর পাঁচবার আদিত্য এল-1-এর কক্ষপথ পরিবর্তন করল ইসরো ৷ প্রত্যেকবারই তা সফল হয়েছে ৷ পৃথিবী থেকে 15 লক্ষ (1.5 মিলিয়ন) কিমি দূরত্বে অবস্থিত এল-1 পয়েন্টে থেকে সূর্য বিষয়ে নানারকম গবেষণা করলে আদিত্য় এল-1 ৷ তবে এই দূরত্ব পৃথিবীর থেকে সূর্যের ব্যবধানের এক শতাংশ মাত্র ৷

  • Aditya-L1 Mission:
    Off to Sun-Earth L1 point!

    The Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) maneuvre is performed successfully.

    The spacecraft is now on a trajectory that will take it to the Sun-Earth L1 point. It will be injected into an orbit around L1 through a maneuver… pic.twitter.com/H7GoY0R44I

    — ISRO (@isro) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূর্যের বাইরের পৃষ্ঠের আবহাওয়া নিয়ে গবেষণা করবে আদিত্য এল-1 ৷ এর জন্য সূর্যে অবতরণ করবে না বা সূর্যের কাছেও পৌঁছবে না মহাকাশযানটি ৷ এল-1 পয়েন্টে থেকেই গবেষণা করা সম্ভব ৷ এর আগে 3 সেপ্টেম্বর, উৎক্ষেপণের পরের দিন প্রথম কক্ষপথে স্থাপন করা হয় আদিত্য এল-1কে ৷ 5 সেপ্টেম্বর দ্বিতীয়, 10 সেপ্টেম্বর তৃতীয় এবং 15 সেপ্টেম্বর চতুর্থ কক্ষপথের পর আজ পৃথিবী থেকে একেবারে এল-1 পয়েন্টের দিকে রওনা দিয়েছে প্রথম মহাকাশযানটি ৷

আরও পড়ুন: কাজ করা শুরু করেছে আদিত্য-এল1’র ‘স্টেপস’ যন্ত্রাংশ, জানালো ইসরো

তবে আদিত্য এল-1কে এখনও আরেকটি কক্ষপথে স্থাপন করা হবে ৷ সেটি এল-1 পয়েন্টেরই চারদিকে ৷ এই মহাকাশযানের উৎক্ষেপণের পরপরই ইসরো জানিয়েছিল, এল-1 পয়েন্টে পৌঁছতে প্রায় 127দিন সময় লাগবে ৷ সূর্য গবেষণার জন্য এই মহাকাশযানে 7টি পেলোড আছে ৷ এই পেলোডগুলি ভারতে নির্মিত ৷ ইসরো এবং অন্য জাতীয় গবেষণা সংস্থাগুলি এই পেলোডগুলি তৈরি করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.