ETV Bharat / bharat

আগামী 10 বছরে উত্তরাখণ্ডে প্রস্তাবিত 66টি টানেল! শ্রমিক-দুর্ঘটনার পর গবেষণায় জোর বিজ্ঞানীদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 12:57 PM IST

Updated : Nov 27, 2023, 2:52 PM IST

Tunnel Project in Uttarakhand: উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল দুর্ঘটনার পর উত্তরাখণ্ডে প্রস্তাবিত বাকি টানেল নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে । আগামী 10 বছরে শুধুমাত্র উত্তরাখণ্ডেই প্রায় 66টি টানেল তৈরির প্রস্তাব রয়েছে । এর মধ্যে তেহরি জেলায় তৈরি হতে চলেছে দেশের বৃহত্তম রেল টানেল । এখন উত্তরকাশী টানেল দুর্ঘটনার পর বিজ্ঞানীরা এই টানেল নিয়ে গবেষণায় জোর দিচ্ছেন ।

Tunnel construction in Uttarakhand ​
উত্তরাখণ্ডে প্রস্তাবিত 66টি টানেল

দেরাদুন, 27 নভেম্বর: সারাদেশের নজর এখন উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের দিকে। কারণ এই টানেলে গত 16 দিন ধরে আটকে রয়েছেন 41 জন শ্রমিক। তাঁদের সেখান থেকে বের করতে জোরকদমে চলছে উদ্ধার কাজ । তবে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল দুর্ঘটনার পর উত্তরাখণ্ডে আগামিদিনে প্রস্তাবিত বাকি টানেলগুলির নির্মাণ কাজ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

10 বছরে রাজ্যে প্রায় 66টি প্রস্তাবিত টানেল: পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডে পরিকাঠামোগত উন্নয়নের জন্য দ্রুত গতিতে কাজ করা হচ্ছে । যার মধ্যে প্রধানত নতুন রেল প্রকল্প, সড়ক প্রকল্প এবং বিদ্যুৎ প্রকল্প রয়েছে । এই কাজের আওতায় পাহাড়ি এলাকায় বেশিরভাগ জায়গায় টানেল নির্মাণ করা হবে । আগামী দশ বছরে উত্তরাখণ্ড হবে দেশের প্রথম রাজ্য যেখানে সর্বাধিক সংখ্যক রেল ও সড়ক টানেল তৈরি হবে। বর্তমানে ছোট-বড় মোট 18টি টানেল রয়েছে এই রাজ্যে । এর পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আওতায় আরও 66টি টানেল নির্মাণের কথা রয়েছে । যার জেরে উত্তরাখণ্ডে বাড়বে সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা ।

দেরাদুন থেকে তেহরি পর্যন্ত হবে বড় টানেল: ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পে 17টি টানেল তৈরি করা হবে । যার অধীনে দেবপ্রয়াগ থেকে জনসু পর্যন্ত প্রায় 14 কিলোমিটার দীর্ঘ টানেলের নির্মাণ কাজ চলছে, যা হবে দেশের দ্বিতীয় বৃহত্তম টানেল । এছাড়াও, দেরাদুন এবং তেহরির মধ্যে 30 কিলোমিটার দীর্ঘ বিশ্বের বৃহত্তম সড়ক টানেলও প্রস্তাবিত রয়েছে । এটি নির্মাণের সঙ্গে দেরাদুন এবং তেহরির মধ্যে দূরত্ব প্রায় 105 কিলোমিটার কমে যাবে ।

Tunnel Project in Uttarakhand
আগামী 10 বছরে উত্তরাখণ্ডে নির্মাণ হবে 66টি টানেল

তেহরি জেলায় দেশের বৃহত্তম রেল টানেল: গঙ্গোত্রীকে যমুনোত্রী ধামের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি 121 কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পেরও প্রস্তাব দেওয়া হয়েছে । এই প্রকল্পের অধীনে, তেহরি জেলার জাজাল এবং মারোরের মধ্যে প্রায় 17 কিলোমিটার দীর্ঘ একটি রেলওয়ে টানেল তৈরি করা হবে । এই প্রকল্পে প্রায় 20টি টানেল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে । এরপর চারধাম উন্নয়ন প্রকল্পের অধীনে বদ্রীনাথকে গৌরীকুন্ড জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত করতে রুদ্রপ্রয়াগে একটি 902 মিটার টানেল নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যা প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ।

বিজ্ঞানীদের পরামর্শ: ওয়াদিয়া ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর কালাচাঁদ সাই বলেছেন, "যখন একটি টানেল তৈরি করা হয় তখন সেই স্থানে পরীক্ষা করে দেখা হয় যে ভূতাত্ত্বিক শিলা কতটা শক্ত এবং কতটা নরম রয়েছে । নরম পাথরের উপর কাজ করতে নিষেধ করা হয় ৷ জিওফিজিক্যাল স্টাডিও টানেল নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । কাজের ক্ষেত্রে ভূমি সম্পর্কে তথ্য জানা গুরুত্বপূর্ণ । তাই হিমালয় অঞ্চলে কোনও উন্নয়ন কাজ করা হলে ভূতাত্ত্বিক ও ভূ-ভৌতিক গবেষণা প্রয়োজন । নরম পাথরের উপর কাজ করা হলে সমস্যা দেখা দেয় ।"

Tunnel Project in Uttarakhand
সিল্কিয়ারা টানেলে দুর্ঘটনার পর কাজের আগে গবেষণায় জোর বিজ্ঞানীদের

তিনি জানান, উত্তরাখণ্ড অঞ্চলের সমগ্র হিমালয় ভঙ্গুর নয়, এর কিছু অংশ ভঙ্গুর এবং কিছু অংশ অত্যন্ত ভঙ্গুর । এই তথ্য ভূতাত্ত্বিক এবং ভূ-ভৌতিক গবেষণা থেকে পাওয়া যায় ৷ রাজ্যের হিমালয় নিয়ে একটি সমীক্ষা করা হয়েছে ৷ যেখানে কোন এলাকায় কতটা লোড থাকা উচিত এবং কাঠামো কেমন হওয়া উচিত, তার একটি রিপোর্ট দেওয়া হয়েছে । হিমালয়ের নরম অংশে কাজ করা উচিত নয় । সব দিক বিবেচনা করে রাজ্যে উন্নয়নমূলক কাজ করা দরকার ।

উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে পড়া 41 শ্রমিককে উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে । এর পাশাপাশি উত্তরাখণ্ড সরকার ভূমি ধসের কারণ জানতে ওয়াদিয়া ইনস্টিটিউটকে একটি সমীক্ষা করার দায়িত্ব দিয়েছে । তারপর থেকে ওয়াদিয়ার দল ঘটনাস্থলে রয়েছে ৷ যারা সেখানকার ভূপৃষ্ঠের অবস্থা জানার চেষ্টা করছে । জল ও পাথরের অবস্থা জানার চেষ্টা করা হচ্ছে । দলটি প্রতিরোধ ক্ষমতা এবং টমোগ্রাফি অধ্যয়নের মাধ্যমে ভূপৃষ্ঠের বৈশিষ্ট্য সম্পর্কেও তথ্য পাবে । সেই তথ্য টানেলের কাজে নিয়োজিত দুর্যোগ মোকাবিলা বাহিনীকে দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. 16 দিন পেরিয়ে আশার আলো! টানেলে আটক শ্রমিকদের উদ্ধারে 19.2 মিটার উল্লম্ব ড্রিলিংয়ের কাজ শেষ
  2. 15 দিন আটকে টানেলে, সুস্থভাবে ছেলেকে ফিরে পাওয়ার আশায় বুক বেঁধেছেন পরিজনেরা
  3. উত্তরকাশীর সিল্কিয়ারায় থমকে উদ্ধার, অগার মেশিনের যন্ত্রাংশ কাটার কাজ চলছে ! বাড়ছে সংশয়
Last Updated :Nov 27, 2023, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.