ETV Bharat / bharat

4 Shot Dead by RPF: চলন্ত ট্রেনে তিন যাত্রী ও সহকর্মীকে গুলি করে খুন আরপিএফ কনস্টেবলের

author img

By

Published : Jul 31, 2023, 8:38 AM IST

Updated : Jul 31, 2023, 10:05 AM IST

RPF Constable Kills 4 Persons in Train: জয়পুর থেকে মুম্বইগামী ট্রেনে তিন যাত্রী ও সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালাল আরপিএফের এক কনস্টেবল ৷ ট্রেন পালঘর স্টেশন আসতেই আপরিএফের ওই কনস্টেবল চারজনকে গুলি করে হত্যা করে বলে জানা গিয়েছে।

4 Shot Dead by RPF
গুলি করে খুন

মুম্বই, 31 জুলাই: চলন্ত জয়পুর এক্সপ্রেসে গুলি চালাল আরপিএফের কনস্টেবল ৷ সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ জয়পুর থেকে মুম্বইগামী ট্রেন যখন পালঘর স্টেশন অতিক্রম করে তখন ওই আরপিএফের কনস্টেবল তিন যাত্রী-সহ আরপিএফের এএসআইকে গুলি করে ৷ ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় ৷ অভিযুক্ত কনস্টেবল তার নিজের বন্দুক থেকেই গুলি চালায় ৷

  • An RPF constable opened fire inside a moving Jaipur Express Train after it crossed Palghar Station. He shot one RPF ASI and three other passengers and jumped out of the train near Dahisar Station. The accused constable has been detained along with his weapon. More details…

    — ANI (@ANI) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদ সংস্থা এএনআইকে পশ্চিম রেল জানিয়েছে, জয়পুর এক্সপ্রেসের বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিল অভিযুক্ত আরপিএফকর্মী। এদিন ভোর 5টা 23 মিনিটে যখন ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল, সে সময় হঠাৎই নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই পুলিশকর্মী। গুলি চালিয়ে চার জনকে হত্যা করার পরেই পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টেনে এবং ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করে সে। তার আগেই অবশ্য তাকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে। রেল পুলিশ ও অন্য আধিকারিকদের সহায়তায় মীরা রোডে পুলিশ অভিযুক্ত কনস্টেবলকে ধরে ফেলে ৷

আরও পড়ুন: বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, কাটিহারে পুলিশের গুলিতে মৃত 3

তাকে ওই বন্দুক-সহ গ্রেফতার করে স্থানীয় বোরিভালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম, চেতন কুমার চৌধুরি ৷ তাঁর সিনিয়র আধিকারিক তথা যাকে তিনি গুলি চালিয়ে খুন করেছেন তাঁর নাম টিকা রাম মীনা ৷ কী কারণে ওই আরপিএফ কর্মী এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহতদের মধ্যে এক জন ওই আরপিএফ আধিকারিকের পূর্ব পরিচিত হলেও, কারও সঙ্গেই বিবাদ ছিল না তাঁর। অভিযুক্ত আরপিএফ কর্মীকে জেরা করা হচ্ছে। আজই তাকে আদালতেও তোলা হতে পারে।

  • VIDEO | The jawan fired from his automatic weapon, killing another RPF jawan and three passengers of the train, which was on way to Mumbai from Jaipur, said an official.

    (Source: Third Party) pic.twitter.com/0dLcaBXsyF

    — Press Trust of India (@PTI_News) July 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনা প্রসঙ্গ পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বিবৃতি প্রকাশ করে বলেন, "আজ একটি দুর্ভাগ্যজনক ঘটনায় ট্রেন নম্বর 12956 জয়পুর-মুম্বই সুপারফাস্ট এক্সপ্রেসের এসকর্টিং স্টাফ কনস্টেবল চেতন কুমার তার সহকর্মী এসকর্ট ইনচার্জ এএসআই টিকা রামকে গুলি করে মেরেছে। এরপর সেই কনস্টেবল তিনজন যাত্রীকে বন্দুক দেখিয়ে আটকে রেখেছিল। পরে তাদেরও গুলি করে খুন করে সে। এএসআই টিকা রাম এবং তিনজন যাত্রীর মৃত্যুতে আমরা দুঃখিত।

আরও পড়ুন: দত্তপুকুরে শ‍্যুটআউট! দুই কলেজ পড়ুুয়াকে গুলি দুষ্কৃতীদের

Last Updated :Jul 31, 2023, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.