Poisonous Gas Leak: অসমে অবৈধ কয়লাখনিতে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু

author img

By

Published : Sep 19, 2022, 9:21 PM IST

3-labourers-died-in-illegal-coal-mining-field-in-assam

অসমে অবৈধ কয়লা খনিতে (Illegal Mining of Coal) বিষাক্ত গ্যাস লিক (Poisonous Gas Leaked) করে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ অসুস্থ বেশ কয়েকজন ৷

গুয়াহাটি, 19 সেপ্টেম্বর : কয়লা খনিতে বিষাক্ত গ্য়াস নির্গমণের (Poisonous Gas Leaked) জেরে তিনজন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থল অসমের (Assam) তিনসুকিয়া জেলার লেডো ৷

যে তিনজন মারা গিয়েছেন তাঁদের নাম হল, শাহিদুল ইসলাম, হুসেন আলি এবং আসমত আলি ৷ শাহিদুল ও হুসেন ওই রাজ্যের বঙ্গাইগাঁওয়ের যোগীঘোপায় ৷ আর আসমতের বাড়ি অসমের গোয়ালপাড়া জেলার বাগুয়ানে ৷ অভিযোগ, ওই কয়লা খনির মালিক ডেভিড নাগা ৷ কিন্তু খনিটি অবৈধ (Illegal Mining of Coal) ৷ মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷

এই ঘটনা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে ৷ তার মধ্যে অন্যতম হল, মৃত তিনজনের পরিবারের সদস্য়রা পৌঁছানোর আগেই তড়িঘড়ি ওই তিনজনের দেহ কবর দেওয়া হয়েছে ৷ এর জন্য জেসিবি মেশিন দিয়ে মাটি খুঁড়ে জায়গা তৈরি হয়েছে ৷ এছাড়া যে সমস্ত শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদেরও খোঁজ নেই ৷ তাঁদের নাকি কোনও গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

স্বাভাবিক ভাবে এই নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই নিয়ে তিনসুকিয়া পুলিশকে খবর দেওয়া হয়েছে ৷ শেষ খবর পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে পাড়ি 2700 কিলোমিটার, কর্ণাটক থেকে উত্তরপ্রদেশে স্থানান্তর করা হল রোগীকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.