Successful Ambulance Journey: অ্যাম্বুলেন্সে পাড়ি 2700 কিলোমিটার, কর্ণাটক থেকে উত্তরপ্রদেশে স্থানান্তর করা হল রোগীকে

author img

By

Published : Sep 19, 2022, 9:03 PM IST

Patient successfully ferried 2700 km by ambulance from Karnataka to Uttar Pradesh

প্রায় 2700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অ্যাম্বুলেন্সে কর্ণাটক থেকে উত্তরপ্রদেশে স্থানান্তর করল রোগীকে (Patient successfully ferried 2700 km by ambulance) ৷ ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালুরুর মুডবিদ্রিতে ৷ উত্তরপ্রদেশের মোরাদাবাদে পৌঁছল অ্যাম্বুলেন্সেটি ৷

ম্যাঙ্গালুরু(কর্নাটক), 19 সেপ্টেম্বর: প্রায় 2700 কিলোমিটার পথ পাড়ি দিল একটি অ্যাম্বুলেন্স ৷ রোগীকে ম্যাঙ্গালুরুর মুডবিদ্রি থেকে নিয়ে যাওয়া হল উত্তরপ্রদেশের মোরাদাবাদে (Karnataka to Uttar Pradesh) ।

মাহান্দি হাসান মুডবিদ্রির মস্তিকাট্টায় একটি বাদাম গুদামে কাজ করছিলেন ৷ তখন তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং অজ্ঞান হয়ে যান ৷ মুডবিদ্রির আলওয়াস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । তাঁর বাড়ি উত্তরপ্রদেশের মোরাদাবাদে ৷ তাঁর পরিবার সিদ্ধান্ত নেয় মোরাদাবাদে চিকিৎসা করার ৷ হাসপাতালের চিকিৎসকদের সম্মতি পাওয়া যায় ম্যাঙ্গালুরুর মুডবিদ্রি থেকে উত্তরপ্রদেশের মোরাদাবাদে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।

সেই অনুযায়ী 9 সেপ্টেম্বর সন্ধ্যায় রোগীকে ম্যাঙ্গালুরু বিমানবন্দর হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । মাহান্দি হাসানের বাবা মুডবিদ্রির এরাভাটা অ্যাম্বুলেন্সের মালিক অনিল রুবান মেন্ডনসাকে হাসপাতাল থেকে ছেলেকে ম্যাঙ্গালুরু বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন । এরপরই রোগীকে বিমানবন্দরে নিয়ে গেলে চিকিৎসক ও নার্স ছাড়া তাঁকে বিমানে যাত্রা করার অনুমতি দেওয়া হয়নি । পরে সেই রোগীকে আবার মুডবিদ্রি হাসপাতালে ভর্তি করা হয় ।

রোগী মেহেন্দি হাসানের বাবা বাব্বু 10 সেপ্টেম্বর সকালে অ্যাম্বুলেন্সের মালিক অনিল রুবান মেন্ডনসাকে ফোন করেন এবং তাঁকে অ্যাম্বুলেন্সে করে উত্তরপ্রদেশের মোরাদাবাদে নিয়ে যেতে বলেন ছেলেকে । এরপর অনিল পুলিশকে খবর দেন এবং রোগীকে মুডবিদ্রি থেকে মোরাদাবাদে স্থানান্তর করতে রাজি হন ।

আরও পড়ুন: 25 কোটির লটারি জিতলেন অটো চালক

রোগী মাহান্দি হাসানকে নিয়ে যাত্রা করে অ্যাম্বুলেন্স । এই যাত্রায় রোগীর সঙ্গে তাঁর বাবা ও বন্ধুরা ছিলেন । 10 সেপ্টেম্বর শনিবার মুডবিদ্রি থেকে রওনা দিয়ে অ্যাম্বুলেন্সটি 12 সেপ্টেম্বর সোমবার সকালে মোরাদাবাদে পৌঁছয় (Patient successfully ferried 2700 km by ambulance from Karnataka to Uttar Pradesh) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.