ETV Bharat / bharat

Wonder Girl of India: 12 বছরেই 151 স্বর্ণপদক, গিনেস বুকে বিস্ময় বালিকা

author img

By

Published : Nov 16, 2022, 9:18 PM IST

বয়স সবে 12 ৷ কিন্তু তাতে কী, দেশের নাম উজ্জ্বল করার আবার কোনও বয়স হয় নাকি (Wonder Girl of India)? এই বয়সেই 151টি সোনার পদক জিতে তাক লাগিয়ে দিয়েছে হরিয়ানার তারুশি ৷ আর কী কী রয়েছে তার ঝুলিতে ?

Etv Bharat
তারুশি

পঞ্চকুলা, 16 নভেম্বর: হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা 12 বছরের বালিকা তারুশি ৷ এই বয়সেই তাইকোন্ডোতে দারুণ প্রতিভা দেখিয়েছে সে ৷ একটা দুটো নয়, 151টি স্বর্ণপদকের অধিকারী এই বিস্ময় বালিকা ৷ সঙ্গে 40টা রূপো ও 34টি ব্রোঞ্জ পদকও রয়েছে তার ঝুলিতে ৷ পরবর্তীতে আরও পদক জয়ে আগ্রহী সে ৷ মাত্র 12 বছর বয়সেই এত পদক জিতে ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে তারুশি (12 Years Old Girl Won 151 Gold Medal Creates Guinness World Records)৷

haryana
পদক জয়ী তারুশি

শুধু পদক বিজেতা হিসেবেই নয়, সর্বকনিষ্ঠ হিসেবে তারুশি দেশের তাইকোন্ডোতে ডিগ্রি 1 ও ডিগ্রি 2 ব্ল্যাক বেল্ট অর্জনকারী ৷ সে 2022 সালের 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার' স্বরূপ 1 লাখ টাকা জিতেছে ৷ যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারুশির প্রশংসা করেছেন ৷

haryana
মার্শাল আর্টের মুডে তারুশি

তবে এর জন্য তারুশি কখনও পড়াশোনাকে অবহেলা করেনি ৷ নিজের পড়ার জন্যও আলাদা সময় বরাদ্দ রয়েছে তার, যার ফলে প্রতিটা বিষয়ে ভালো নম্বর পাচ্ছে সে ৷ তারুশির কথায়, "মা-ই আমার কাছে অনুপ্রেরণা ৷ মায়ের জন্যই কম বয়সে এত কিছু অর্জন করতে পেরেছি ৷ পড়াশোনা ও তাইকোন্ডোর মধ্যে সমন্বয় করে চলা মায়ের কাছেই শেখা ৷ বক্সার মেরি কম আমার আদর্শ ৷ আগামীতে অলিম্পিকসে অংশগ্রহণ করে দেশের জন্য সোনা জয় করতে চাই ৷"

আরও পড়ুন : আন্তর্জাতিক নারী দিবস: মণিপুরের ভূমিকন্যার 'ম্যাগনিফিশিয়েন্ট মেরি' হওয়ার গল্প

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.