Nationwide crackdown on PFI: পিএফআই-এর বিরুদ্ধে দেশজুড়ে অভিযানে গ্রেফতার অন্তত 106

author img

By

Published : Sep 22, 2022, 8:20 PM IST

106 people have been arrested as part of a nationwide multi-agency crackdown on PFI

পিএফআই (PFI)-এর বিরুদ্ধে বড় অভিযান কেন্দ্রীয় এজেন্সিগুলির ৷ দেশের 15টি রাজ্যে অভিযান হয়েছে ৷ 93টি জায়গায় চলেছে তল্লাশি ৷ 45 জনের বিরুদ্ধে ইউএপিএ (UAPA)-তে মামলা দায়ের করা হয়েছে ৷

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর : দেশজুড়ে বৃহস্পতিবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India) বা পিএফআই (PFI)-এর বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান চালাল একাধিক কেন্দ্রীয় সংস্থা ৷ ওই অভিযানের নেতৃত্বে ছিল ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (National Investigation Agency) বা এনআইএ (NIA) ৷ দেশের 15টি রাজ্যের 93টি জায়গায় তল্লাশি চলে ৷ সব মিলিয়ে 106 জনকে গ্রেফতার করা হয়েছে বলে সরকারি তরফে জানা গিয়েছে ৷ সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ধৃতদের মধ্যে 45 জন পিএফআই-এর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত ৷ তাদের বিরুদ্ধে ইউএপিএ (UAPA) ধারায় মামলা হচ্ছে ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রচার করত ৷ দেশের বিরুদ্ধেই যুদ্ধের ডাক দিয়েছিল ৷

যে 15টি রাজ্যে অভিযান চালানো হয়, সেগুলি হল - কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, পশ্চিমবঙ্গ, বিহার ও মনিপুর ৷ কেরালার 39টি, তামিলনাড়ুর 16টি , কর্নাটকের 12টি, অন্ধ্রপ্রদেশের সাতটি, তেলেঙ্গানার একটি, উত্তরপ্রদেশের দু’টি, রাজস্থানের চারটি, দিল্লির দু’টি, অসমের একটি, মধ্যপ্রদেশের একটি, মহারাষ্ট্রের চারটি, গোয়ার একটি, পশ্চিমবঙ্গের একটি, বিহারের একটি ও মনিপুরের একটি জায়গায় তল্লাশি চালানো হ য়৷

সব মিলিয়ে পাঁচটি মামলা দায়ের হয়েছে ৷ দিল্লি থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের চারদিনের জন্য এনআইএ হেফাজত দেওয়া হয়েছে বলে খবর ৷ মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড (Maharashtra Anti Terrorism Squad) বা এটিএস (ATS) 20 জনকে গ্রেফতার করেছে ৷ তাদের মধ্যে পাঁচজনকে আদালতে পেশ করা হয় ৷ তাদের পাঁচদিনের জন্য এটিএসের হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

আরও পড়ুন : পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-যোগ ! কলকাতা-সহ দেশজুড়ে এনআইএ অভিযানে গ্রেফতার শতাধিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.