NIA-ED Raid over PFI: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-যোগ ! কলকাতা-সহ দেশজুড়ে এনআইএ অভিযানে গ্রেফতার শতাধিক

author img

By

Published : Sep 22, 2022, 9:44 AM IST

Updated : Sep 22, 2022, 11:11 AM IST

PFI Connection in India

দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ, ইডি এবং স্থানীয় রাজ্য পুলিশ বাহিনী ৷ পিএফআই-এর সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন অভিযোগে এ পর্যন্ত বহু লোককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী (NIA raids several places linked to PFI) ৷ তল্লাশি চালানো হচ্ছে কলকাতাতেও ৷

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: কলকাতা-সহ দেশজুড়ে তল্লাশি অভিযান চালিয়ে একশোরও বেশি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) বা পিএফআই নেতাকে গ্রেফতার করা হয়েছে (NIA raids in India) ৷ এই অভিযান চালাচ্ছে এনআইএ, ইডি এবং সংশ্লিষ্ট রাজ্য পুলিশ বাহিনী ৷ জঙ্গি কার্যকলাপে মদত জোগানোর অভিযোগে পিএফআই ছাড়া অন্য সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে (NIA, ED arrests over 100 allegedly linked for alleged link to Popular Front of India) ৷

কলকাতা-সহ দেশের প্রায় 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ (NIA raids on PFI Leaders) । জানা গিয়েছে, সন্ত্রাস দমনের জন্য এমন পদক্ষেপ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । জঙ্গিদের অর্থ জোগানো সমেত একাধিক অভিযোগে পিএফআই-এর 100 জন সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এনআইএ । পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্নাটক, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশে অভিযান চলছে (PFI raids news) ।

আরও পড়ুন: সাংবাদিক সিদ্দিকী কাপ্পানকে জামিন দিল সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার ভোররাতে কলকাতার পার্কসার্কাস, তিলজালা রোডে যান এনআইএর গোয়েন্দারা (NIA raids on PFI in Kolkata) । তাঁদের সঙ্গে যায় বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী । এছাড়া ছিলেন ইডির গোয়েন্দারাও (ED Raid on PFI) । পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার দফতরে তল্লাশি চালায় এনআইএ-ইডি । সূত্র মারফৎ জানা গিয়েছে, বেশ কিছু নথিপত্র, পেনড্রাইভ, কম্পিউটার উদ্ধার করা হয়েছে । পার্ক সার্কাসের পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার দায়িত্বে ছিলেন শেখ মোক্তার ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা । আইন-শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসেন ।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এনআইএর অভিযোগ, এরা বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে অর্থ সাহায্য করত । তেলেঙ্গানার 38টি জায়গার মধ্যে নিজামাবাদে 23টি, হায়দরাবাদে 4টি, জাগিতয়ালে 7টি, নির্মলে 2টি, আদিলাবাদ এবং করিমনগর জেলার প্রতিটিতে একটিতে তল্লাশি চলে ৷ অন্ধ্র প্রদেশের কুরনুলে এবং নেল্লোরে একটি করে জায়গায় অভিযান চালানো হয় ৷ পিএফআইয়ের সদস্যদের বাড়িতেও হানা দিচ্ছেন আধিকারিকরা ৷ এই সংগঠন একটি বিবৃতিতে জানিয়েছে, "আমরা এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধ তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ তারা কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে গলা বন্ধ করতে চাইছে ৷"

জানা যায়, 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর তিনটি মুসলিম সংগঠনের উৎপত্তি হয় ৷ 2006 সালে কেরালায় তিনটি মুসলিম সংগঠন একত্র হয়ে এই 'পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া'-র প্রতিষ্ঠা ৷ এর মধ্যে কেরলের ন্যাশনাল ডেভেলপমেন্ট ফ্রন্ট (National Development Front of Kerala), কর্নাটক ফোরাম ফর ডিগনিটি (Karnataka Forum for Dignity), তামিলনাড়ুর মণিথা নীথি পাসারি (Manitha Neethi Pasari of Tamil Nadu) ৷ বর্তমানে 22টি রাজ্যে পিএফআই-এর অস্তিত্ব আছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সিগুলির ৷ মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলি থেকে এই সংগঠন আর্থিক সাহায্য পেয়ে থাকে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: ইসলাম বলেনি মানুষকে কষ্ট দিয়ে হিংসাত্মক আন্দোলন করতে, কড়া বার্তা আব্বাস সিদ্দিকির

Last Updated :Sep 22, 2022, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.