পশ্চিমবঙ্গ

west bengal

52 লক্ষ টাকার সোনা-সহ বনগাঁ-পেট্রাপোল সীমান্তে গ্রেফতার তামিলনাড়ুর বাসিন্দা

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 8:18 PM IST

Gold Seized: সীমান্তে পাচারের অভিযোগে বনগাঁ পেট্রাপোল সীমান্তে আটক তামিলনাড়ুর বাসিন্দা ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 52 লক্ষ টাকার সোনা ৷ জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে নিয়েছে ধৃত ৷

Etv Bharat
সোনা পাচারের অভিযোগে আটক এক ব্যক্তি

কলকাতা, 15 ফেব্রুয়ারি: দক্ষিণবঙ্গ সীমান্তের আইসিপি পেট্রাপোলে এক চোরাচালানকারীকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ৷ ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে 800 গ্রাম ওজনের সোনা, যার বাজারমূল্য 52 লক্ষ 17 হাজার 493 টাকা ৷

জানা গিয়েছে, ওই বিপুল টাকার সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রচেষ্টা করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে 145 ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ ধৃত ব্যক্তির নাম আবুবকর হানিফা জিয়াউদ্দিন। তিনি তামিলনাড়ুর পুদুচেরির সামিপিল্লাইতোট্টমের বাসিন্দা। ধৃত চোরাকারবারীর সঙ্গে বাজেয়াপ্ত সোনা শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফের মুখপাত্র জানিয়েছেন, 14 ফেব্রুয়ারি রুটিন তল্লাশির সময় বিএসএফ জওয়ানরা, আবুবকর হানিফা জিয়াউদ্দিন নামে এক যাত্রীর অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করেন। তারপর তল্লাশির সময় আবুবকর হানিফা জিয়াউদ্দিনের কাছ থেকে দু'টি সিলিন্ডার আকৃতির সোনার টুকরো উদ্ধার করা হয়। যদিও জিজ্ঞাসাবাদের সময় সে সোনার কোনও নথি দেখাতে পারেনি। এরপরেই বিএসএফ জওয়ানরা ওই যাত্রীকে সোনা-সহ আটক করে।

বিএসএফ জওয়ানদের এই কৃতিত্বে, দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা শ্রী এ.কে. আর্য (ডিআইজি) বলেন, "কুখ্যাত চোরাকারবারিরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। কুখ্যাত পাচারকারী চক্র সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয়, তাই তারা দরিদ্র মানুষকে টার্গেট করে।" তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছেন যে তারা যদি সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পান তবে তারা বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419-এ এই তথ্য দিতে পারেন। এছাড়াও দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর 9903472227 -এ ফোন করেও অভিযোগ জানাতে পারেন ৷সোনা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজও পাঠানো যেতে পারে। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের পরিমাণ দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।

অন্যদিকে পাচারের কথা স্বীকার করে নেয় ধৃত আবুবকর হানিফা জিয়াউদ্দিন ৷ সে জানায়, বাংলাদেশের কমলাপুরের আরামবাগ বাসস্ট্যান্ডে সৈয়দ নামে এক ব্যক্তির থেকে ওই সোনার চালান সংগ্রহ করেছিল সে। সোনার চালানটি সফলভাবে আইসিপি পেট্রাপোলের মাধ্যমে ভারতে প্রবেশ করাতে পারলে 10 হাজার টাকা পেত সে।

আরও পড়ুন:

1. বদলে গেল মৃতদেহ, গাফিলতির অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ আত্মীয়দের

2.বিরল প্রজাতির আফ্রিকান লাভ বার্ড উদ্ধার বিএসএফের, আটক এক

3.ভিসা ছাড়া ভারত থেকে নেপালে অনুপ্রবেশের চেষ্টা, নকশালবাড়িতে গ্রেফতার সেনেগালের ফুটবলার

ABOUT THE AUTHOR

...view details