পশ্চিমবঙ্গ

west bengal

জোর করে বয়ান লেখাচ্ছে ইডি, ব্যাঙ্কশাল আদালতে শেখ শাহজাহানের চিঠির শুনানি - Sheikh Shahjahan on ED

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 10:55 AM IST

Sheikh Shahjahan letter: ইডি বল প্রয়োগ করে চাপ দিয়ে তার বয়ান নথিভুক্ত করাচ্ছেন। সোমবার ব্য়াঙ্কশাল আদালতে শাহজাহানের এই দাবির শুনানি ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 15 এপ্রিল: সন্দেশখালির এক সময়ের ত্রাস বলে পরিচিত শেখ শাহজাহানের বিতর্কিত চিঠির শুনানি সোমবার ব্যাঙ্কশাল আদালতে। ইডি সূত্রের খবর, এদিনই শেখ শাহজাহানকে পেশ করা হবে ব্যাঙ্কশাল আদালতে। গত শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চিঠি লিখেছিলেন শেখ শাহজাহান। সেই চিঠি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক ৷ আর সেই মামলারই শুনানি হবে এদিন ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা বল প্রয়োগ করে, বিভিন্ন রকমের চাপ দিয়ে তার বয়ান নথিভুক্ত করাচ্ছেন। এই মর্মে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলে শেখ শাহজাহান ৷ তাকে কেন্দ্রীয় গোয়েন্দারা বয়ান নথিভুক্তের ক্ষেত্রে নিয়মিত চাপ দিচ্ছে বলেও অভিযোগ করে শাহজাহান ৷ সেই ঘটনায় যখন গত শনিবার শেখ শাহজাহানকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আইনজীবীদের তরফে প্রশ্ন করা হয়, তাকে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা চাপ দিয়ে এই বয়ান লেখাচ্ছে ? এই সময়ে ভরা এজলাসে শেখ শাহজাহান তার মাথা নেড়ে না করেছিলেন। তবে শাহজাহানের আইনজীবীদের দাবি, তিনি যেভাবে মাথা নেড়েছিলেন তাতে আদৌ স্পষ্ট হয়নি যে, তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা চাপ দিয়ে বয়ান নথিভুক্ত করাচ্ছে, নাকি গোটাটাই মিথ্যা। ফলে এদিন ফের ব্যাঙ্কশাল আদালতে শেখ শাহজাহানকে পেশ করা হবে সেই মামলার শুনানিতেই ৷ একই সঙ্গে সংশ্লিষ্ট চিঠির সত্যতা সম্পর্কে বিস্তারিত জানা হবে বলেও জানা গিয়েছে।

ইতিমধ্যেই শেখ শাহজাহানের একাধিক কোম্পানির অ্য়াকাউন্ট ফ্রিজ করা হয়েছে ৷ পাশাপাশি এসকে সাবিনা বলে একটি কোম্পানি যেখান থেকে 11 মাসে 137 কোটি টাকার লেনদেনের কথা জানতে পারেন গোয়েন্দারা ৷ সংশ্লিষ্ট অ্যাকাউন্টটিও বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে। তবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাকালীন বলপূর্বক কোনও বয়ান লিখিয়ে নেওয়ার অভিযোগ শেখ শাহজাহানের ঘটনায় এই প্রথম নয়। এর আগে রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষও অভিযোগ করেছিলেন যে, সিবিআই তাকে দিয়ে জোর করে সব বয়ান লিখিয়ে নিচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details