পশ্চিমবঙ্গ

west bengal

বিকল্প জ্বালানিই ভবিষ্যৎ, গবেষণা করতে আমেরিকায় পাড়ি শৌর্য্যদীপের - Alternative Fuels in India

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 9:51 PM IST

Alternative Fuels in Bengal: বিকল্প জ্বালানির খোঁজ ভারতের মতো দেশে পাওয়া গেলে তা অর্থনীতিতে অনেকখানি সাহায্য করবে ৷ অন্যান্য গবেষকদের মতো এবার আলিপুরদুয়ারের শৌর্য্যদীপ পালও খোঁজ চালাবে বিকল্প জ্বালানি নিয়ে ৷ গবেষণার জন্য পাড়ি দিচ্ছেন মার্কিন মুলুকে

Etv Bharat
গবেষণা করতে আমেরিকায় পাড়ি শৌর্য্যদীপের

আমেরিকায় পাড়ি শৌর্য্যদীপের

আলিপুরদুয়ার, 25 এপ্রিল: প্রতিদিনই একটু একটু করে ফুরিয়ে আসছে কয়লা-খনিজ তেল-সহ অন্যান্য জ্বালানির ভাণ্ডার। বিশ্বজুড়েই চলছে বিকল্প জ্বালানির খোঁজ। বিভিন্ন দেশের গবেষকরা এর জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। এবার বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করতে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন আলিপুরদুয়ারের শৌর্য‌্যদীপ পাল। সেখানকার চারটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেলেও তিনি বেছে নিয়েছেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়কে ৷

শৌর্য‌্যদীপ জানান, গত বছর 23 অগস্ট আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য টোয়েফেল পরীক্ষা দিয়েছিলেন । তাতে 120-র মধ্যে 103 নম্বর পান। টোয়েফেল সফল হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুযোগ পেয়েছেন শৌর্য‌্যদীপ। তিনি আরও জানান একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় থেকেই অজৈব রসায়ন ভালো লাগতো।তারপর স্নাতক, স্নাতকোত্তরে আগ্রহ বাড়ে।

শৌর্য‌্যদীপ বলেন, "বিকল্প শক্তির উৎস খোঁজাই লক্ষ্য। পৃথিবীতে কয়লা-পেট্রোলের যোগান দিন দিন কমে আসছে। তাই বিকল্প জ্বালানির সন্ধান পাওয়া খুব জরুরী। কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের মাধ্যমে মিথানল তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হলে খরচও কমবে। বিকল্প আবিষ্কার করতে পারলে গোটা বিশ্বের জন্যও ভালো হবে।"

শৌর্য‌্যদীপের বাবা সন্দীপ পাল, শ্যামাপ্রসাদ আরআর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, ছোট থেকেই শৌর্য‌্যদীপ পড়াশোনায় ভালো। সেইসঙ্গে বিজ্ঞানমনস্কও। ছেলের এই সাফল্যে আনন্দিত তিনি ৷ মা ঋতুপর্ণা পাল দেব জিতপুর গার্লস হাই স্কুলের শিক্ষিকা। তিনি জানান ছেলের স্বপ্ন পূরণ হচ্ছে, এটাই আনন্দের। শিক্ষক সৈকত দেব ভৌমিক, কৌশিক সরকার-সহ অনেকেই শৌর্য‌্যদীপকে শুভেচ্ছা জানিয়েছেন।

ইতিমধ্যেই শৌর্য‌্যদীপের ভিসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী 14 অগস্ট তিনি মার্কিন মুলকে পাড়ি দেবেন ৷ 26 অগস্ট থেকে গবেষণা শুরু হবে। গবেষণা শেষে দেশে ফিরে অধ্যাপনা করতে চান শৌর্য‌্যদীপ। তার সাফল্যে আত্মীয়-স্বজনরত বটেই খুশি প্রতিবেশীরাও। উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের বিবেকানন্দ 2 নম্বর অঞ্চল অন্তর্গত পশ্চিম জিতপুর এলাকার বাসিন্দা শৌর্য‌্যদীপ। জিতপুর বিএফপি স্কুলে প্রাথমিক স্তরে পড়ার পর জিতপুর হাইস্কুল থেকে 2016 সালে 93% নম্বর পেয়ে মাধ্যমিক এবং 2018 সালে 93% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেন শৌর্য‌্যদীপ ।

আরও পড়ুন

বিশেষ অ্যাম্বুলেন্সে বিশাখাপত্তনম থেকে নতুন অতিথিরা এল আলিপুর চিড়িয়াখানায়

2.জয়েন্ট পরীক্ষার জন্য রবিবার ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা, এগোল প্রথম পরিষেবার সময়

3.উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি, পড়ুয়া-অভিভাবকদের বোঝাতে ওয়েবিনার 'উজ্জীবন চর্চা'

ABOUT THE AUTHOR

...view details