ETV Bharat / state

বিশেষ অ্যাম্বুলেন্সে বিশাখাপত্তনম থেকে নতুন অতিথিরা এল আলিপুর চিড়িয়াখানায় - Alipore Zoo

Alipore Zoological Garden: প্রজনন বৃদ্ধিতে সহায়তা করতে বিশাখাপত্তনম থেকে বেশ কিছু পশুকে আনা হল কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 6:58 PM IST

Alipore Zoo, আলিপুর চিড়িয়াখানা
বিশাখাপত্তনম থেকে নতুন অতিথিরা এল আলিপুর চিড়িয়াখানায়

কলকাতা, 25 এপ্রিল: প্রজনন বৃদ্ধি করতে বিনিময় কর্মসূচির মাধ্যমে আলিপুর চিড়িয়াখানায় এল সাদা বাঘ, ভাল্লুক, লেমুর, ধূসর নেকড়ে, ডোরাকাটা হায়না, কালো রাজহাঁস, 5টি বন্য কুকুর এবং 3টি হগ হরিণ । আগামীতে একজোড়া শ্লথ ভালুকও আসবে বলে জানা গিয়েছে । সেন্ট্রাল জু অথরিটির অনুমতি নিয়ে আলিপুর চিড়িয়ায়ানা কর্তৃপক্ষ এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধি জুলজিক্যাল পার্ক নিজেদের মধ্যে এই পশু বিনিময় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে ।

এই বিষয়ে আলিপুর চিড়িয়াখানার পরিচালক শুভঙ্কর সেনগুপ্ত বলেন,"আমাদের চিড়িয়াখানা থেকে এক জোড়া উত্তর জিরাফ, এক জোড়া স্কারলেট ম্যাকাও এবং 2 জোড়া ওয়াটার মনিটর টিকটিকি আইজিজেডপি বিশাখাপত্তনমকে দেওয়া হয়েছে । আর বিশাখাপত্তনম থেকে এইসব জন্তুদের আনার জন্য 6টি শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ প্রাণী অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে ৷ জিরাফগুলিকে বিশেষভাবে ডিজাইন করা খাঁচায় একটি কম বিছানার ট্রেলারে করে পাঠানো হয়েছে । সমস্ত প্রাণী সুস্থ রয়েছে ৷ জনসাধারণের দেখার জন্য ইতিমধ্যেই তাদের ছেড়েও দেওয়া হয়েছে ।"

নতুন অতিথি ছাড়াও আলিপুর চিড়িয়াখানায় দুটি শ্লথ ভালুক এবং দুটি হিমালয় কালো ভালুক ছিল । দু’টিই পুরুষ । সাদা বাঘের মধ্যে একটি পুরুষ এবং একটি মহিলা ছিল । তাদের অনেক বয়স হয়ে গিয়েছে । আর দুটি পৃথক প্রজাতির লেমুর রয়েছে । ফলে, তাদের মধ্যে প্রজনন অসম্ভব হয়ে পড়েছিল । আলিপুর চিড়িয়াখানার সংগ্রহে এক ডজন জিরাফ রয়েছে । যা সমস্ত ভারতীয় চিড়িয়াখানার মধ্যে সর্বোচ্চ । তাই, যখনই শহরের চিড়িয়াখানা কোনও বিনিময় কর্মসূচি শুরু করে তখনই সবচেয়ে বেশি চাহিদা থাকে জিরাফের । আলিপুর চিড়িয়াখানা সম্প্রতি মেছো বিড়াল, ডান্সিং ডিয়ার, ইগুয়ানা, মনিটর টিকটিকির সফল প্রজনন হয়েছে ।

আরও পড়ুন :

  1. এসি-কুলার, পাতে তরমুজ-দই; পশু-পাখিদের জন্য আর কী বন্দোবস্ত আলিপুর চিড়িয়াখানায় ?
  2. বেঙ্গল সাফারি থেকে একজোড়া বাঘ আলিপুর চিড়িয়াখানায়, দেখার সুযোগ কবে থেকে?
  3. স্নো-লেপার্ড সংরক্ষণ ও প্রজননে বিশ্বের মধ্যে শীর্ষে দার্জিলিং চিড়িয়াখানা

কলকাতা, 25 এপ্রিল: প্রজনন বৃদ্ধি করতে বিনিময় কর্মসূচির মাধ্যমে আলিপুর চিড়িয়াখানায় এল সাদা বাঘ, ভাল্লুক, লেমুর, ধূসর নেকড়ে, ডোরাকাটা হায়না, কালো রাজহাঁস, 5টি বন্য কুকুর এবং 3টি হগ হরিণ । আগামীতে একজোড়া শ্লথ ভালুকও আসবে বলে জানা গিয়েছে । সেন্ট্রাল জু অথরিটির অনুমতি নিয়ে আলিপুর চিড়িয়ায়ানা কর্তৃপক্ষ এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধি জুলজিক্যাল পার্ক নিজেদের মধ্যে এই পশু বিনিময় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে ।

এই বিষয়ে আলিপুর চিড়িয়াখানার পরিচালক শুভঙ্কর সেনগুপ্ত বলেন,"আমাদের চিড়িয়াখানা থেকে এক জোড়া উত্তর জিরাফ, এক জোড়া স্কারলেট ম্যাকাও এবং 2 জোড়া ওয়াটার মনিটর টিকটিকি আইজিজেডপি বিশাখাপত্তনমকে দেওয়া হয়েছে । আর বিশাখাপত্তনম থেকে এইসব জন্তুদের আনার জন্য 6টি শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ প্রাণী অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে ৷ জিরাফগুলিকে বিশেষভাবে ডিজাইন করা খাঁচায় একটি কম বিছানার ট্রেলারে করে পাঠানো হয়েছে । সমস্ত প্রাণী সুস্থ রয়েছে ৷ জনসাধারণের দেখার জন্য ইতিমধ্যেই তাদের ছেড়েও দেওয়া হয়েছে ।"

নতুন অতিথি ছাড়াও আলিপুর চিড়িয়াখানায় দুটি শ্লথ ভালুক এবং দুটি হিমালয় কালো ভালুক ছিল । দু’টিই পুরুষ । সাদা বাঘের মধ্যে একটি পুরুষ এবং একটি মহিলা ছিল । তাদের অনেক বয়স হয়ে গিয়েছে । আর দুটি পৃথক প্রজাতির লেমুর রয়েছে । ফলে, তাদের মধ্যে প্রজনন অসম্ভব হয়ে পড়েছিল । আলিপুর চিড়িয়াখানার সংগ্রহে এক ডজন জিরাফ রয়েছে । যা সমস্ত ভারতীয় চিড়িয়াখানার মধ্যে সর্বোচ্চ । তাই, যখনই শহরের চিড়িয়াখানা কোনও বিনিময় কর্মসূচি শুরু করে তখনই সবচেয়ে বেশি চাহিদা থাকে জিরাফের । আলিপুর চিড়িয়াখানা সম্প্রতি মেছো বিড়াল, ডান্সিং ডিয়ার, ইগুয়ানা, মনিটর টিকটিকির সফল প্রজনন হয়েছে ।

আরও পড়ুন :

  1. এসি-কুলার, পাতে তরমুজ-দই; পশু-পাখিদের জন্য আর কী বন্দোবস্ত আলিপুর চিড়িয়াখানায় ?
  2. বেঙ্গল সাফারি থেকে একজোড়া বাঘ আলিপুর চিড়িয়াখানায়, দেখার সুযোগ কবে থেকে?
  3. স্নো-লেপার্ড সংরক্ষণ ও প্রজননে বিশ্বের মধ্যে শীর্ষে দার্জিলিং চিড়িয়াখানা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.