ETV Bharat / state

এসি-কুলার, পাতে তরমুজ-দই; পশু-পাখিদের জন্য আর কী বন্দোবস্ত আলিপুর চিড়িয়াখানায় ? - Heatwave in Kolkata

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 7:01 PM IST

Alipore Zoo: গরমে নাজেহাল অবস্থা পশু-পাখিদের ৷ এসির মধ্যে তাদের খেতে দেওয়া হচ্ছে তরমুজ-দই ৷ দাবদাহে শরীর ঠিক রাখতে এছাড়াও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷ দেখে নিন তালিকায় আর কী রয়েছে ৷

Alipore Zoo
Alipore Zoo

কলকাতা, 17 এপ্রিল: তর তর করে চড়ছে পারদ ৷ কলকাতার তাপপ্রবাহে মানুষের সঙ্গে হাঁসফাঁস অবস্থা পশুদেরও ৷ দাবদাহে শরীর ঠিক রাখতে নানান পদক্ষেপ গ্রহণের কথা বলছেন চিকিৎসকরা । দিনের নির্দিষ্ট সময়ে বাড়ির বাইরে অর্থাৎ রোদে না থাকার পরামর্শও দিচ্ছেন । এমনকী পরিস্থিতিতে একগুচ্চ পদক্ষেপ নিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষও । সেখানকার পশু-পাখিদের শরীর ঠিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আইএফএস শুভঙ্কর সেনগুপ্ত । মূলত দশ দফা পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি । পশু-পাখিদের জন্য রসালো ফলের ব্যবস্থা করা হয়েছে । পরিখার মধ্যে ঠান্ডা জল, বরফেরও ব্যবস্থা থাকছে ।

আর কী কী ব্যবস্থা রয়েছে সেই তালিকায়...

  • পশুদের স্নান এবং পানীয়র জন্য সর্বোচ্চ পরিমাণ জলের ব্যবস্থা ।
  • পানীয় জলে ওআরএস মিশিয়ে রাখা ৷
  • খাদ্যের পরিমাণে পরিবর্তন ৷
  • অধিক পরিমাণে জলযুক্ত খাবার- সবুজ চারা/ তরমুজ / শসা/ তাজা ফল/ দই দেওয়া হচ্ছে ।
  • পরিখা বা ঘের আর্দ্র রাখতে এবং তাপমাত্রা কমানোর জন্য স্প্রিংকলার সেট আপ করা হয়েছে । দিনের নির্দিষ্ট সময়ে স্প্রে করা হচ্ছে ।
  • ⁠ক্যাঙারু এবং ভালুকের ঘেরে এয়ার কুলার স্থাপন করা হয়েছে ।
  • বিভিন্ন খাঁচায় ছায়া বাড়াতে চাঁদোয়ার ব্যবস্থা থাকছে ।
  • বরফের স্ল্যাবগুলিকে জলে অথবা ঘেরের ভিতরে রাখার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৷
  • ঘেরের ভিতরে বৈদ্যুতিক পাখা স্থাপন করা হয়েছে ।
  • চরম তাপ এড়াতে পশুদের খাওয়ানোর সময় পরিবর্তিত করা হয়েছে ।

এসবের পাশাপাশি সাদা বাঘের চলাফেরা করার জায়গা আরও বাড়ানো হয়েছে । পাখিদের এনক্লোজারের এলাকা বৃদ্ধি ঘটেছে । দর্শকদের সুবিধা করে দিতে বিভিন্ন খাঁচার বাইরে পরিধি বাড়ানোর পাশাপাশি রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে । চিড়িয়াখানায় আগত দর্শকদের খাওয়ার পর যাতে কোনওরকম আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে না-থাকে তার জন্য একাধিক ডাস্টবিন বসানো হয়েছে । পরিবেশবান্ধব একাধিক চটের ব্যাগ থেকে শুরু করে নানান রকম সামগ্রিক দোকানও বসানো হয়েছে চিড়িয়াখানার ভিতরে । সামগ্রিকভাবে আলিপুর চিড়িয়াখানার জীবজন্তু এবং আগত দর্শকদের সুবিধার্থে এই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার বর্তমান ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ।

আরও পড়ুন:

  1. আজও পুড়বে দক্ষিণবঙ্গ, কোথায় কোথায় 40 ডিগ্রির গণ্ডি ছাড়াবে জেনে নিন
  2. দক্ষিণবঙ্গে আরও চড়বে পারদ ! তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের; চলবে কতদিন ?
  3. জলের নীচ দিয়ে মেট্রোর দৌড়েও ধুঁকছে দেশের সবচেয়ে প্রাচীন পাতালরেলের নেটওয়ার্ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.