পশ্চিমবঙ্গ

west bengal

উপাচার্য নিয়োগ, রাজ্যের তালিকা থেকে সোমবার আরও কয়েকজনকে ডাক রাজভবনে - CV Ananda Bose

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 1:37 PM IST

VC Recruitment Controversy: 6টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগে সম্মতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কিন্তু সেই নিয়োগ সংক্রান্ত সমস্যার এখনও সম্পূর্ণ সমাধান হয়নি ৷ ফলে সোমবার রাজভবনের তরফে রাজ্য সরকারের প্রস্তাবিত তালিকা থেকে আরও কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 20 এপ্রিল: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য রয়েছে, সেখানে 6 জন অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আচার্য সিভি আনন্দ বোস ৷ সেই অনুযায়ী রাজ্য সরকারের প্রস্তাবিত প্রার্থীদের রাজভবনে ডেকে আলোচনা শুরু হয়েছে ৷ রাজভবনের তরফে জানানো হয়েছে, শনিবারের পর সোমবার আরও কয়েকজন অন্তর্বতী উপাচার্য পদপ্রার্থীকে ডাকা হবে ৷

উল্লেখ্য, শনিবার রাজ্য সরকারের প্রস্তাবিত 8 জন প্রার্থীকে রাজভবনে জন্য ডাকা হয়েছিল ৷ সেখানে প্রাক্তন যেসব উপাচার্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, তা খতিয়ে দেখা হয় ৷ তবে, শনিবার রাজভবনে হওয়া আলোচনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে উপস্থিত ছিলেন না ৷ যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক ৷ রাজভবনের বিরুদ্ধে 'অসম্মানের' অভিযোগ তোলা হয়েছে ৷ তারপরেও আগামিকাল অর্থাৎ, সোমবার ফের কয়েকজনকে রাজভবনে তলব করা হবে বলে সূত্রের দাবি ৷ কারণ, শনিবারের আলোচনায় অনেকেই উপস্থিত ছিলেন ৷ কেউ কেউ আবার অন্তর্বর্তীকালীর উপাচার্য হতে রাজি হননি ৷

রাজভবন সূত্রের দাবি, "রাজভবনে কয়েক জনকে ডাকা হয়েছিল ৷ তাঁদের মধ্যে 3 জন আলোচনায় আসেননি ৷ আর যে তিনজন অংশ নিয়েছিলেন, তাঁরা তাঁদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে নিয়োগের দাবি জানিয়েছেন ৷ তবে, তাঁরা ওইসব বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে কাজ করেছেন ৷ যে কারণে এই সমস্যা দেখা দিয়েছে ৷ অন্যদিকে, দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ শূন্য ৷ সেখানে অন্তর্বর্তীকালীন উপাচার্য হতে দু’জন ইচ্ছাপ্রকাশ করেছেন ৷ তাই, সরকারের তরফে প্রস্তাবিত আরও কিছু প্রার্থীকে সোমবার আলোচনার জন্য ডাকা হবে ৷"

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের পাঠানো 31টি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য উপাচার্যদের নামের তালিকা থেকে আচার্য 6 জনকে নিয়োগ করতে রাজি হয়েছেন ৷ পরবর্তীতে গত 18 এপ্রিল কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি কলকাতায় আসেন ৷ তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ৷ এর আগের বৈঠকের রিপোর্ট গত 16 এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে রিপোর্ট পেশ করা হয়েছিল ৷ তারপরেই রাজ্যপালের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের এই বৈঠক হয়েছিল ৷ যদিও, সে সংক্রান্ত কোনও তথ্য রাজভবনের তরফে জানানো হয়নি ৷

আরও পড়ুন:

  1. উপাচার্য নিয়োগ ইস্যুতে শনিবার ফের বৈঠকে রাজ্যপাল
  2. আদালত অবমাননার অভিযোগ! উপাচার্য ইস্যুতে রাজ্যের চিঠি রাজভবনকে
  3. উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত চলছেই, ফের রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্যপাল

ABOUT THE AUTHOR

...view details