পশ্চিমবঙ্গ

west bengal

ঈদে মায়ের কাছে ফেরা হল না, ট্রেন থেকে পড়ে মৃত এনডিআরএফ জওয়ান - NDRF Jawan Died

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 6:15 PM IST

Updated : Apr 12, 2024, 7:27 PM IST

NDRF Jawan Died: বিধবা মায়ের সঙ্গে ঈদ পালন করতে পরিবার নিয়ে ট্রেনে রওনা দিয়েছিলেন এনডিআরএফ জওয়ান ৷ ট্রেন থেকে পড়ে ঈদের দিনই মৃত্যু হল তাঁর ৷ মৃতের নাম মহম্মদ এক্তিয়ার এলাহি ৷ শুক্রবার তাঁর শেষকৃত্য হল ৷ সেখানে সামিল হয়েছিলেন রতুয়া-1 ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের নরোত্তমপুর গ্রামের বাসিন্দারা ৷

NDRF Jawan Died
NDRF Jawan Died

ঈদে মায়ের কাছে ফেরা হল না, ট্রেন থেকে পড়ে মৃত এনডিআরএফ জওয়ান

মালদা, 12 এপ্রিল: গতকাল বৃহস্পতিবার গ্রামে হয়েছিল ঈদের জামাত ৷ একদিন পর সেই গ্রামেরই ছেলের জন্য জানাজায় (মৃতদেহের সামনে সমবেত শ্রদ্ধাজ্ঞাপন) সামিল হলেন গ্রামবাসীরা ৷ এবারের ঈদ মালদার রতুয়া-1 ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের নরোত্তমপুর গ্রামে খুশি নয়, নিয়ে এসেছে দুঃখের বার্তা ৷ গ্রামে মা-ভাইদের পাশাপাশি বন্ধুদের সঙ্গে ঈদ পালন করবেন বলে পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন এনডিআরএফ জওয়ান 33 বছরের মহম্মদ এক্তিয়ার এলাহি ৷ চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় তাঁর ৷ শুক্রবার জুম্মার নমাজের পর গ্রামে তাঁর মৃতদেহকে গান স্যালুট দিয়ে সম্মান দেখান কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্তা ও কর্মীরা ৷ গ্রামেই এ দিন কবরস্থ করা হয়েছে তাঁর দেহ ৷

নরোত্তমপুর গ্রামের তরতাজা যুবক 2011 সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দিয়েছিলেন ৷ এক যুগের বেশি সময় বিএসএফে কাজ করার পর 2023 সালের অগস্ট মাসে যোগ দিয়েছিলেন কেন্দ্রের আরেক নিরাপত্তা বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ-এ ৷ কনস্টেবল এক্তিয়ারকে নিয়োগ করা হয়েছিল হরিণঘাটায় ৷ স্ত্রী আরমিনা ও দুই ছেলেমেয়েকে নিয়ে কাঁচড়াপাড়ায় ভাড়াবাড়িতে থাকতেন তিনি ৷

নিহত জওয়ান মহম্মদ এক্তিয়ার এলা

প্রায় প্রতি ঈদেই পরিবার নিয়ে গ্রামে আসতেন এক্তিয়ার ৷ পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে ইদ পালন করে ফিরে যেতেন কর্মস্থলে ৷ এবারও গ্রামের বাড়িতে ঈদ পালন করবেন বলে মঙ্গলবার রাতে কাঁচড়াপাড়া থেকে শিয়ালদার উদ্দেশে লোকাল ট্রেনে রওনা দেন ৷ রাতের ট্রেন ধরে তাঁদের মালদা আসার কথা ছিল ৷ কিন্তু বিধাননগর পেরিয়ে ট্রেন যখন কাঁকুড়গাছির কাছে আসে, ঠিক তখনই ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক্তিয়ার ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ গতকাল ঈদের দিনই মারা যান তিনি ৷

নিহত জওয়ানের স্ত্রীর হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হচ্ছে এনডিআরএফ-এর তরফে৷

আরমিনা বলেন, “মঙ্গলবার ওর ডিউটি ছিল ৷ তাই রাতে সবাই বাড়ি থেকে বেরিয়েছিলাম ৷ গ্রামের বাড়িতে বিধবা মায়ের সঙ্গে ঈদ পালন করার ইচ্ছে ছিল ওর ৷ শিয়ালদা থেকে রাত 11টায় মালদার ট্রেন ছিল ৷ তাই কাঁচড়াপাড়া থেকে ডাউন গেদে লোকাল ধরেছিলাম ৷ ট্রেন যখন বিধাননগর পার করে কাঁকুড়গাছির কাছে, তখন থুতু ফেলতে দরজার কাছে যায় ও ৷ তখনই ঘটে যায় দুর্ঘটনা ৷ ভারসাম্য না রাখতে পেরে ও ট্রেন থেকে পড়ে যায় ৷’’

নিহত জওয়ানকে শেষশ্রদ্ধা৷

তিনি আরও বলেন, ‘‘সেখানকার জিআরপি কর্মীরা সঙ্গে সঙ্গে ওকে স্থানীয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ৷ খবর পেয়ে ওর ডিপার্টমেন্ট থেকেও লোকজন হাসপাতালে চলে আসেন ৷ দেরি না করে ওকে দ্রুত কলকাতার একটি নামি নার্সিংহোমে ভর্তি করা হয় ৷ সেখানে 36 ঘণ্টা লড়াইয়ের পর শেষপর্যন্ত মৃত্যুর কাছে হার মানে ও ৷ ও কলকাতা এনডিআরএফের সেকেন্ড ব্যাটেলিয়নে কর্মরত ছিল ৷’’

শেষযাত্রায় নিহত জওয়ান৷

আরমিনার বক্তব্য, ‘‘ডিপার্টমেন্টের তরফে আমাকে সবরকম সহায়তা করা হয়েছে ৷ ইতিমধ্যে আমার হাতে এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন সিও ৷ অন্তিম সংস্কারের জন্য দেওয়া হয়েছে নগদ আট হাজার টাকা ৷ প্রথম থেকেই তাঁরা আমাকে সবরকম সহায়তা করেছেন ৷ ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ আমি তাঁদের কাছে কৃতজ্ঞ ৷”

আরও পড়ুন:

  1. পৃথক দুর্ঘটনায় বিষাদের ঈদ ! মাসির বাড়ি যাওয়ার পথে মৃত 2 পড়ুয়া, বাইকের ধাক্কা মৃত্যু মহিলার
  2. মেয়ের মাধ্যমিক! ছুটিতে বাড়ি এসে পথ দুর্ঘটনায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের
  3. তেরঙায় মোড়া শহিদ জওয়ানের কফিনবন্দি দেহ পৌঁছল শহরে, দেওয়া হল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা
Last Updated : Apr 12, 2024, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details