পশ্চিমবঙ্গ

west bengal

বোমাতঙ্ক! রাজ্যের 200টি স্কুলে হামলার হুমকি - bomb threat mail

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 6:02 PM IST

Updated : Apr 8, 2024, 6:42 PM IST

Threat Mail to Kolkata School: বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল ঘিরে আতঙ্ক ৷ কে বা কারা এই ঘটনায় জড়িত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
লালবাজার

কলকাতা, 8 এপ্রিল: স্কুলে এবার বোমা-আতঙ্ক! রবিবার রাতে বেশ কয়েকটি স্কুলে এই হুমকি মেল আসে বলে অভিযোগ ৷ যেখানে বলা হয়েছে, স্কুলে টাইমার সেট করে বোম রাখা রয়েছে ৷ সকালে পড়ুয়ারা আসলেই সেই বোমা ফেটে যাবে ৷ এমন হুমকি মেল পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টা শহর কলকাতার পাশাপাশিই সারা রাজ্যেই ছড়িয়ে পড়েছে। মেলের মাধ্যমে এই হুমকি কেন এল তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এমনকী, বিষয়টা নজরে আনতে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগও। তবে এই বিষয়ে বেথুন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য বলেন, "আমরা এখনও পর্যন্ত কোনও মেইল পাইনি। তবে এদিন সকালেই বটতলা থানা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ যদি এমন কোনও মেল আসে তাহলে ততক্ষণাৎ তাঁদেরকে জানাতে বলেছেন।"

অন্যদিকে, মেইল মারফত হুমকি গিয়েছে অভিনব ভারতী স্কুলে ৷ প্রধান শিক্ষিকা শ্রাবণী সামন্ত জানিয়েছেন রবিবার রাতে অফিস মেলে হুমকি আসে ৷ সোমবার সকালে স্কুলে সেটি দেখতে পান ৷ যদিও মেলের ভাষা পড়ে 'প্র্যাঙ্ক' মনে হয়েছে। তাও সেনসেটিভ বিষয় তাই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

উল্লেখ্য, বোম মেরে স্কুল উড়িয়ে দেওয়ার মতো হুমকি মেলের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে । রবিবার রাত 12টা বেজে 24 মিনিটে স্কুলগুলোর মেল আইডিতে মেল পাঠানো হয়। মেলটি পাঠিয়েছে 'doll' নামে কেউ। সেই মেলেই বলা হয়েছে, স্কুলগুলোর ক্লাসরুমে বোমা রাখা রয়েছে। টাইমার সেট করা রয়েছে সকালে, যখন বাচ্চারা স্কুলে থাকবে।এমনকী মেলের মাধ্যমে এর উদ্দেশ্যের কথাও লেখা রয়েছে। বলা হয়েছে, যতবেশি সংখ্যক মানুষকে রক্তস্নান করানো। ওই মেলেই উল্লেখ্য করা হয়েছে দুইটি নামও। নামগুলো হল জঙ্গি চিং ও ডল। এই মেইলকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে।

Last Updated : Apr 8, 2024, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details