পশ্চিমবঙ্গ

west bengal

'বাদশাহী জৌলুস' ভরা ইডেন, গালভরা হাসি-হাততালি দিয়ে ম্যাচ উপভোগ শাহরুখের - ipl 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 5:20 PM IST

Shah Rukh Khan in Kolkata: চলতি কোটিপতি লিগে রবিবাসরীয় ইডেন একেবারে জমজমাট ৷ বাংলা নববর্ষের দিন একেবারে বাঙালিময় ইডেন ৷ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলছে ঘরের মাঠে ৷ সেইসঙ্গে 'বাদশা'র ছোঁয়া ৷ গ্যালারিতে বসে হাততালি দিয়ে চিয়ার-আপ করছেন শাহরুখ খান ৷ আর প্রতিপক্ষ লখনউয়ের গায়ে রয়েছে সবুজ-মেরুন জার্সি ৷ বাঙালিয়ানা হয়তো একেই বলে ৷

Shah Rukh Khan in Kolkata
Shah Rukh Khan in Kolkata

কলকাতা, 14 এপ্রিল:পয়লা বৈশাখের দুপুরে ইডেনে আইপিএল ম্যাচ। বৈশাখের দুপুরের চড়া রোদে ইডেনমুখী হওয়ার দর্শক সংখ্যা আশানুরূপ নয়। তবে তাতে কী! নববর্ষতে যে ইডেন বাঙালিয়ানাতে ভরা তা বলার অপেক্ষা রাখে না ৷

লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ম্যাচে উপস্থিত থাকতে মেয়ে সুহানা খান ও ছেলে আব্রাম খানকে নিয়ে কলকাতায় পৌঁছেছেন শাহরুখ খান। রবিবার কলকাতা বিমানবন্দরের বাইরে কড়া নিরাপত্তার মধ্যে অপেক্ষমাণ গাড়িতে গিয়ে ওঠে দুই ছেলে-মেয়ে-সহ শাহরুখ খান। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই শেয়ার করেছেন কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকে ৷

এদিকে, তিন ম্যাচ পরে কেকেআর তাদের ঘরের মাঠে খেলতে নামল কিন্তু সেভাবে আগ্রহ নেই কলকাতার। গরম, ছুটি উৎসবের আবহ কি ক্রিকেট ভক্তদের অনাগ্রহী করে তুলল? প্রথম ম্যাচের পর ইডেনে দ্বিতীয় ম্যাচেও উপস্থিত শাহরুখ খান। বলিউড বাদশার আকর্ষণও ইডেনের গ্যালারি ভরাতে পারল না। শনিবার রাতেই শাহরুখ খান শহরে চলে আসেন। সঙ্গে অনন্যা পাণ্ডে। বলিউডের এই তারকা উপস্থিতি দর্শকরা কতটা আগ্রহী হলেন তা বলা শক্ত। তবে কেকেআর রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের রেশ কাটিয়ে দারুণভাবে ফিরে এসেছে।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে কেকেআর এর বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট উন্নত। বিশেষ করে ফিল্ডিং। রমনদীপ সিং এবং ফিল সল্টের ক্যাচ নাইট ফিল্ডিংয়ের উন্নতির নজির। কেকেআর এর উন্নত পারফরম্যান্সের দিনে টিকিট নিয়ে মারামারি নেই। ময়দানের বটতলা, মহামেডান স্পোর্টিং ক্লাবের আশেপাশে, মাতঙ্গিনী মূর্তির চারিদিকে কালোবাজারিরা টিকিট ছাড়লেন কেনা দামে। এমনকী টিকিটের দাম পাঁচশো টাকায় নামল। জার্সি টুপির চাহিদা নেই। মুখে রং করার শিল্পীরাও খদ্দেরের অপেক্ষায় শুকনো মুখে ঘুরে বেড়ালেন। এককথায় বলিউড বাদশা শাহরুখ খান এবং নয়া বলিউড ডিভা অনন্যা দর্শক টানতে ব্যর্থ।

ফলে, পয়লা বৈশাখের বিকেলে ইডেন ভরল না শাহরুখের উপস্থিতি সত্ত্বেও। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মাঠে ছিলেন। দলের ব্যাটারদের ব্যর্থতা বসে দেখলেন। এর আগে কলকাতা বনাম লখনউয়ের দ্বৈরথে সুপার জায়ান্টসরা এগিয়ে। গতবছর ইডেনে এক রানে জিতেছিল লখনউ। সেবার তাদের ডাগ-আউটে ছিলেন গৌতম গম্ভীর। এবার গম্ভীর কলকাতার মেন্টর। গৌতম গম্ভীর আগেই বলেছিলেন ইতিবাচক মানসিকতায় সম্মেলিত পারফরম্যান্সে লুকিয়ে থাকে দলের সাফল্য। টস জিতে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে বাড়তে না দিয়ে তিনি সফল। সেদিক থেকে ঘরের মাঠে ছন্দে নাইটরা।

আরও পড়ুন:

  1. টস জিতলেন শ্রেয়স, ক্রিকেটের নন্দনকাননে ব্যাট করছে লখনউ
  2. স্টার্কের পাশে গম্ভীর, প্রতি-আক্রমণে লখনউ জয়ের বার্তা কেকেআর মেন্টরের
  3. অনুশীলনে নেই স্টার্ক, রাহুলদের বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক গম্ভীরের

ABOUT THE AUTHOR

...view details