ETV Bharat / sports

অনুশীলনে নেই স্টার্ক, রাহুলদের বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক গম্ভীরের - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 10:32 AM IST

IPL 2024
KKR

IPL 2024: ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্ট ৷ আইপিএল মরশুমের শুরুটা ভালোই করেছিল কেকেআর ৷ টানা তিনটে ম্যাচ জিতলেও চেন্নাইয়ের বিরুদ্ধে হারের মুখ দেখেছে তারা ৷ পঞ্চম ম্যাচে জয়ের জন্য মুখিয়ে নাইট বাহিনী ৷

কলকাতা, 14 এপ্রিল: প্র্যাকটিসের শেষে সাজঘরে ফিরে যাওয়ার আগে মাঠের মধ্যে গোল হয়ে বসে টিম মিটিং করেন গৌতম গম্ভীর । সেখানেই ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনার আভাস দেন তিনি । শনিবারও প্র্যাকটিসের শেষে একই রকম মিটিংয়ে ক্রিকেটারদের উদ্দেশ্যে বলতে দেখা গেল কেকেআর মেন্টরকে । প্রথম ম্যাচে জয় দিয়ে ইডেন থেকে যাত্রা শুরু করেছিল নাইটরা । তারপর দু'টো ম্যাচ ব্যাক টু ব্যাক জিতলেও চেন্নাইয়ের বিরুদ্ধে পরাজিত । ফের জয়ের সরণিতে ফিরতে মরিয়া কেকেআর । ঘরের মাঠে রবিবার বিকেলে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস ।

শুধু এই ম্যাচটি নয়, চলতি মাসে বাকি 15 দিনে আরও চারটি ম্যাচ নাইটরা ঘরের মাঠে খেলবে। প্লে অফে পৌঁছতে ঘরের মাঠে বেশি সংখ্যক জয় নাইটদের সুবিধাজনক জায়গায় পৌঁছে দেবে । গত দু'দিন ধরেই নাইট প্র্যাকটিসে নিজেদের ভুল শোধরানোতে ব্যস্ত থাকল কেকেআর । চোট সারিয়ে হর্ষিত রানা প্র্যাকটিসে ফিরলেও রবিবারের ম্যাচে সম্ভবত নেই । একই কথা নীতিশ রানা সম্পর্কেও বলা যায় । চোট পাওয়া হাতের আঙুলে ক্লিপ করা । তাই নিয়ে শ্রেয়স আইয়ারের ডেপুটি এক হাতে ব্যাটিং, ক্যাচিং প্র্যাকটিস করে চলেছেন ।

KKR
রবিবার ম্যাচের আগে অনুশীলনে কেকেআর

গম্ভীর বলছেন, দলের নৈপুণ্যে তিনি আস্থাশীল । সেরাটা নিংড়ে দিয়ে জয় তুলে নিয়ে আসা পাখির চোখ । দল জয়ের মধ্যে রয়েছে তাই কোনও ব্যক্তি নৈপুন্যের সাফল্য ব্যর্থতা চিহ্নিত করার চেয়ে দলের সামগ্রিক পারফরম্যান্সে নজর দিতে চান । সেদিক থেকে ফিল সল্ট গত দুটো ম্যাচে রান না পেলেও ওপেনিং জুটিতে বড় রান উঠছে দেখেই খুশি তিনি । গম্ভীরের কথায়, "আমি বিষয়টিকে সেভাবে দেখি না । আমাদের ওপেনিং জুটি দারুন খেলছে । আইপিএল শুরুর আগে ওপেনিং জুটি নিয়ে অনেকেই অনেক কথা বলেছিলেন । কিন্তু সুনীল নারাইন এবং ফিল সল্ট দারুন পারফরম্যান্স করছে। কোনও একজন ব্যক্তি বিশেষের পারফরম্যান্স এখানে বিবেচ্য নয়। জুটিতে ওরা রান করেছে। ক্রিকেট ব্যক্তি নয় দলগত খেলা। নারাইনের সঙ্গে জুটি বেধে ম্যাচে কতটা প্রভাব ফেলেছে সেটাই আসল।"

KKR
রবিবার ম্যাচের আগে অনুশীলনে কেকেআর

ফিল সল্ট প্র্যাকটিসে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন । রানে ফেরার জন্য মরিয়া তিনি । দল জয়ের মধ্যে থাকলেও নাইটদের স্কোরকার্ডে বেশ কয়েকজনের পারফরম্যান্স আতস কাঁচের তলায় । বিশেষ করে মিচেল স্টার্ক । ম্যাচের 24 ঘণ্টা আগের অনুশীলনে অজি পেসার আসেননি । দলের বাকিরা সকলেই শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিলেন ।

KKR
রবিবার ম্যাচের আগে অনুশীলনে কেকেআর

আরও পড়ুন:

  1. প্রথম একাদশে ফেরার প্রস্তুতি রানার, নাইটদের চিন্তায় জঘন্য ফিল্ডিং
  2. 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের
  3. রবির সন্ধ্যায় আইপিএলে 'এল-ক্লাসিকো', ওয়াংখেড়েতে ধোনি-রোহিত দ্বৈরথ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.