পশ্চিমবঙ্গ

west bengal

নতুন সন্দেশখালি গড়ার ডাক হাজি নুরুলের, তৃণমূল প্রার্থীর প্রচারে হাজির প্রতিবাদী মহিলারা - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 6:40 PM IST

Lok Sabha Election 2024: বসিরহাট লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম ৷ বৃহস্পতিবার তিনি সন্দেশখালিতে প্রচার করেন ৷ সেখানে গিয়ে তিনি নতুন সন্দেশখালি গড়ার ডাক দেন ৷ এ দিন তৃণমূল প্রার্থীর প্রচার কর্মসূচিতে সন্দেশখালির প্রতিবাদী মহিলারাদের অনেকে সামিল হয়েছিলেন ।

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

সন্দেশখালি, 4 এপ্রিল: যে এলাকার নারীদের আন্দোলন হইচই ফেলেছে দেশজুড়ে, সেই এলাকায় দাঁড়িয়ে 'নতুন' সন্দেশখালি গড়ার ডাক দিলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম । বৃহস্পতিবার চাঁদিঠাটা রৌদ্রের মধ্যেই সন্দেশখালিতে মিছিল ও পথসভা সংগঠিত হয় তৃণমূল প্রার্থীর সমর্থনে । জোড়া এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা ছিল লক্ষণীয় । বিশেষ করে সন্দেশখালির প্রতিবাদী মহিলাদের একাংশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ । তাহলে কি সন্দেশখালির রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে ? নাকি আন্দোলন ঘিরে প্রতিবাদী মহিলারাই দ্বিধাবিভক্ত ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

বৃহস্পতিবার সন্দেশখালির ফেরিঘাট চত্বর ছিল কার্যত তৃণমূল-ময় ! ফ্ল্যাগ, ফেস্টুন হাতে নিয়ে আগে থেকেই দলীয় প্রার্থীকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তৃণমূলের বহু কর্মী-সমর্থক । দলের প্রার্থী সেখানে পৌঁছাতেই জয়ধ্বনি, শাঁখ এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ফেরিঘাট চত্বর । এরপর, তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বিধায়ক হাজি নুরুল ইসলামকে সামনে রেখে শুরু হয় তৃণমূলের প্রচার অভিযান ।

সন্দেশখালির প্রতিবাদী মহিলাদের সঙ্গে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম

সূত্রের খবর, প্রথমে শাসকদলের প্রার্থীর সমর্থনে সন্দেশখালি বাজারে মিছিল হয় । পরে, স্থানীয় দুর্গামণ্ডপ এলাকায় আয়োজিত হয় একটি পথসভা । দু’টি কর্মসূচিতেই তৃণমূল কর্মীদের পাশাপাশি সন্দেশখালির মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া । প্রার্থীকে ঘিরে কার্যত এ দিন উচ্ছ্বাস, আবেগে ভেসে যান তাঁরা । পরে, সভা শেষে সন্দেশখালির প্রতিবাদী মহিলাদের কয়েকজন প্রার্থী হাজি নুরুল ইসলামের সঙ্গে দেখা করে কথা বলেন ।

সেই সময় প্রতিবাদী মহিলাদের একাংশের উদ্দেশ্যে তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসা করতে শোনা যায়, আপনাদের উপর কেউ কি অত‍্যাচার করেছে ? পাশ থেকে উত্তর আসে, না না ! সেরকম কোনও নির্যাতনের ঘটনা ঘটেনি তাঁদের সঙ্গে । পালটা তখন হাজি নুরুল বলেন, "সবটাই নাটক এবং পরিকল্পিত । আমরা একসঙ্গে ছিলাম । একসঙ্গে থাকব । আপনাদের পাশে আমরা রয়েছি । আইন আইনের মতো করে চলবে ।" এরপরই হাজি নুরুলের নামে জয়ধ্বনি দিতে শুরু করেন মহিলাদের কেউ কেউ ।

এই বিষয়ে সুমিত্রা মণ্ডল নামে সন্দেশখালির এক প্রতিবাদী মহিলা বলেন, "আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শিবু হাজরা ও উত্তম সরদারের জমি জবরদখল এবং জমির লিজের টাকা না দেওয়ার বিরুদ্ধে । আর নারী নির্যাতনের যে ঘটনা বলা হচ্ছে, সেটা কতটা সত্য, তা নিয়ে যথেষ্ট সন্দিহান আমরা । কারণ, যাঁরা এই অভিযোগ তুলছে, তাঁরা নির্দিষ্টভাবে অভিযুক্তদের কারও নাম ঠিকমতো বলতে পারছে না । ফলে জমি কেড়ে নেওয়ার বিষয়ে আগে ক্ষোভ থাকলেও এখন আমরা আশ্বস্ত শাহজাহান, শিবু, উত্তমরা জেলে যাওয়াতে । আমরা তৃণমূলের সঙ্গে ছিলাম, আছি, থাকব । প্রার্থীর সঙ্গে কথা বলে আমরা খুব খুশি । উনি এসে সকলের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন ।"

সন্দেশখালির প্রতিবাদী মহিলাদের সঙ্গে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম

সব শুনে আপ্লুত তৃণমূলের বিধায়ক প্রার্থী হাজি নুরুল ইসলাম বলছেন, "এই কেন্দ্রে জয় নিশ্চিত । 4 জুন ফলাফল বেরোলেই দেখতে পাবেন । সন্দেশখালি নিয়ে যে মিথ্যাচার করা হয়েছিল, তা প্রতিবাদী মহিলারা বুঝতে পেরেছেন । এত কথা হচ্ছে সন্দেশখালি নিয়ে ! সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনা কি প্রমাণিত হয়েছে ? কেউ বলতে পারবে তাঁর সঙ্গে লাঞ্ছনা হয়েছে ? এসব করে কোনও লাভ হবে না । মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট দেবে । এখানে স্বয়ং প্রধানমন্ত্রী এসেও কিছু করতে পারবেন না । নতুন সন্দেশখালি গড়বো আমরা । উন্নয়নের গতি ত্বরান্বিত হবে এখানে ।"

প্রসঙ্গত, বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সঙ্গে এবার লড়াই হতে চলেছে সন্দেশখালির আন্দোলনের অন‍্যতম 'মুখ' রেখা পাত্রর । স্বভাবতই এই কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের । তাই, জমজমাট লড়াই হবে নাকি অভিজ্ঞতার নিরিখে বিজেপি প্রার্থীকে ধরাশায়ী করবেন তৃণমূল প্রার্থী, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ । যদিও এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না শাসকদলের প্রার্থী । বরং বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ করে জেতার বিষয়ে প্রত্যয়ী হাজি নুরুল ইসলাম বলছেন, "আগে সন্দেশখালি ভালোভাবে ঘুরুক । তারপর জেতার ব‍্যাপারে ভাববে ।"

আরও পড়ুন:

  1. বসিরহাটের প্রার্থীকে ফোন মোদির, মণিপুর প্রসঙ্গ টেনে মোদিকে খোঁচা শশী পাঁজার
  2. নারী নির্যাতনে অভিযুক্ত শিবু-উত্তমকে কেন হেফাজতে চাইছে না সিবিআই, প্রশ্ন অভিষেকের
  3. 'সন্দেশখালির ঘটনা সাজানো, সামান্য'; প্রচারে বেরিয়ে তৃণমূল মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

ABOUT THE AUTHOR

...view details