পশ্চিমবঙ্গ

west bengal

তিনি 'রাজা', শাহজাহানকে জমি কিনতে সাহায্য করেছেন; পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 6:09 PM IST

Arjun on Partha: শাহজাহানের সঙ্গে যোগাযোগ রয়েছে মন্ত্রী পার্থ ভৌমিকের ৷ বৃহস্পতিবার এমনটাই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷

Etv Bharat
Etv Bharat

ব‍্যারাকপুর, 14 মার্চ: সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' ধৃত শেখ শাহজাহানের সঙ্গে এবার মন্ত্রী পার্থ ভৌমিকের সরাসরি যোগ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । বৃহস্পতিবার ভাটপাড়ায় নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে অর্জুন দাবি করেন, "নৈহাটিতে শেখ শাহজাহানের বিঘার পর বিঘা জমি রয়েছে । সেই জমি কিনতে সাহায্য করেছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক । তিনি নিজেকে এখানকার 'রাজা' মনে করেন । সেই কারণে তাঁর সহযোগিতা ছাড়া নৈহাটিতে শেখ শাহজাহানের পক্ষে জমি কেনা সম্ভব নয় ।"একইসঙ্গে তদন্ত হলেই সব স্পষ্ট হয়ে যাবে বলে হুঙ্কার দেন অর্জুন সিং ।

এই বিষয়ে বলতে গিয়ে পার্থ ভৌমিকের সন্দেশখালিতে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে অর্জুন বলেন, "জ্যোতিপ্রিয়'র পর সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর সাঙ্গ-পাঙ্গদের বাঁচাতে পার্থ ভৌমিককে পাঠানো হয়েছিল সেখানে । সেটা সকলেই দেখেছেন । ইডির উপর হামলার পর রেশন দুর্নীতির কাগজপত্র যাতে নির্বিঘ্নে সরিয়ে আনা যায়, তার ব্যবস্থা করতেই সন্দেশখালিতে গিয়েছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক ।"

জানার পরেও কেন অর্জুন দলকে বলেননি বিষয়টা ? তখন তো তৃণমূলেই ছিলেন তিনি ৷ এই প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, "দল সবটাই জানে । এই দলে বলার জায়গা নেই । শোনার কেউ নেই । সবটাই তদন্ত হবে । হলুদ ফাইল খোলা হবে নাকি লাল, কালো ফাইল খোলা হবে সেটা সময় হলেই দেখতে পাবেন ।"

শুধু শাহজাহান নয়, তাঁর দুই সহযোগী শিবু হাজরা এবং উত্তম সরদারেরও নৈহাটিতে প্রচুর জমি কেনা রয়েছে বলে দাবি করেছেন ব্যারাকপুরে সাংসদ । তাঁর এই বিস্ফোরক অভিযোগ ঘিরে ভোটের মুখে কার্যত শোরগোল ফেলে দিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে । অর্জুনের এই অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী তথা ব‍্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক পালটা তোপ দাগেন কি না, সেটাই এখন দেখার ।

এদিকে, প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হলেই তিনি সবার প্রথমে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার যাত্রা শুরু করবেন বলে স্পষ্টত জানিয়ে দিয়েছেন অর্জুন সিং । কেন নৈহাটি থেকেই প্রথমে প্রচার শুরু করবেন ? এই প্রশ্নে তাঁর উত্তর, "যিনি এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন, সেই নৈহাটির বিধায়ক কতজনের কত ক্ষতি করেছেন তা মানুষ জানেন । তাই পুজো দিয়ে বড়মার কাছে প্রার্থনা করব তাঁকে (পার্থ ভৌমিক) যেন সুবুদ্ধি দেয় বড়মা । মানুষ যেন অত‍্যাচারের হাত থেকে মুক্তি পায় ।"

আরও পড়ুন :

  1. 'বন্ধু ভালো থাকুক, শুভেচ্ছা রইল', আক্রমণের রাস্তায় না-হেঁটে অর্জুনকে জবাব পার্থর
  2. পুরনো তৃণমূলীদের কোণঠাসা করে লুঠপাটকারীদের গুরুত্ব দিয়েছে পার্থ, তোপ অর্জুনের
  3. উনি এখনও বিজেপি সাংসদ, অর্জুনের দিল্লি যাত্রাকে কটাক্ষ কাকলির

ABOUT THE AUTHOR

...view details