ETV Bharat / politics

পুরনো তৃণমূলীদের কোণঠাসা করে লুঠপাটকারীদের গুরুত্ব দিয়েছে পার্থ, তোপ অর্জুনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 3:29 PM IST

Updated : Mar 13, 2024, 4:17 PM IST

Arjun Singh Exclusive Interview: ব্যারাকপুরে এবার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৷ এর জেরে ক্ষুব্ধ অর্জুন সিং ৷ তিনি আগেই ওই কেন্দ্র থেকে পার্থর বিরুদ্ধে ভোটে লড়ার ঘোষণা করেছেন ৷ বুধবার ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিলেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে ৷

Arjun Singh Exclusive Interview
Arjun Singh Exclusive Interview

ইটিভি ভারত-এ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের এক্সক্লুসিভ সাক্ষাৎকার

ব‍্যারাকপুর, 13 মার্চ: এবার সরাসরি ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ অর্জুন সিং ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি অভিযোগ করলেন যে পার্থ ভৌমিকের জন্য ব্যারাকপুরে শিল্পাঞ্চলে পুরনো তৃণমূল কর্মীরা কোণঠাসা ৷

অর্জুন সিং বলেন, ‘‘পুরো এলাকায় যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, যেভাবে তৃণমূল কর্মীদের অপমান করেছে ৷ একটা স্ক্রিপ্ট রেডি করে যেভাবে নিজে প্রার্থী হয়েছে, দল কেন যে ওর কথা শুনে এটা করল ৷’’ তাঁর আরও অভিযোগ, ‘‘পার্থর ব্যাপারে সবাই জানে ৷ নাটক করে পার্টিকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে পার্টিতে এখন পুরনো কর্মী বলে কেউ নেই ৷ লুটপাঠকারীদের পার্টির লোক বানিয়ে দিয়েছে ৷ তার পরও পার্টির তরফ থেকে এই ব্যাপারে কোনও হেলদোল নেই ৷’’

উত্তর 24 পরগনার ভাটপাড়ার চারবারের বিধায়ক অর্জুন সিং 2019 সালেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চেয়েছিলেন ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেন দু’বারের সাংসদ দীনেশ ত্রিবেদীকেই ৷ অর্জুন বিজেপিতে যোগ দেন ৷ ভোটে লড়ে ব্যারাকপুরের সাংসদ হন ৷ 2022 সালে আচমকা তিনি তৃণমূলে ফিরে আসেন ৷ সাংসদ পদ থেকে ইস্তফা না দিলেই শেষ দেড় বছর তিনি তৃণমূলেই ছিলেন ৷

কিন্তু গত রবিবার তৃণমূলের তরফে ব্যারাকপুরের লোকসভা আসনের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয় ৷ আর তার পর থেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন অর্জুন সিং ৷ তাঁর অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রেখেছেন ৷ সিএএ কার্যকর করা নিয়ে মোদি সরকারের প্রশংসা করেছেন ৷ ফলে ক্রমশ তাঁর বিজেপি যোগের জল্পনা বাড়তে শুরু করেছে ৷

যদিও তিনি এই নিয়ে বুধবারও ধোঁয়াশা বজায় রেখেছেন৷ তবে স্পষ্ট জানিয়েছেন যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে তিনি ভোটে লড়বেনই ৷ এ দিন ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজেপিতে যোগদান নিয়ে তিনি বলেন, ‘‘এখন বলা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ৷ আমি লড়াই করব পার্থ ভৌমিকের বিরুদ্ধে ৷ কিন্তু কোন দলের হয়ে লড়াই করব, সেটা এখন সময়ের অপেক্ষা ৷’’

এর পরই তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে পুরনো তৃণমূল কর্মীদের কোণঠাসা করে দেওয়া, লুঠপাটকারীদের গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন যে ব্যারাকপুরের মানুষ তাঁর পাশে আছেন ৷ অর্জুন সিং বলেন, ‘‘মানুষ আমার পক্ষে আছে ৷ মানুষ আজ চারদিন ধরে বারবার বলছে যে আপনি লড়াই করুন, আমরা আপনার পাশে আছি ৷ আমি ফেরার পরে পুরনো কর্মীরা যাঁরা উচ্ছ্বসিত হয়েছিলেন, তাঁরা আবার আমাকেই সমর্থন করবেন ৷’’

মঙ্গলবার জানা গিয়েছিল যে অর্জুনকে আটকাতে মরিয়া তৃণমূল ৷ তাঁকে বরানগর থেকে ভোটে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ ভোটে জিতলে তাঁকে মন্ত্রীও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷ এই নিয়ে অর্জুন সিংয়ের বক্তব্য, ‘‘সবই মিথ্যা কথা ৷ প্রথম থেকে শেষ পর্যন্ত সবই মিথ্যা ৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমি তো সাংসদ৷ আমি সাংসদ পদেই লড়তে চেয়েছিলাম ৷ আমার তো মন্ত্রী হওয়ার দরকার নেই ৷ এখানে মন্ত্রী থাকা আর না থাকা, মূল্য নেই ৷’’

আরও পড়ুন:

  1. উনি এখনও বিজেপি সাংসদ, অর্জুনের দিল্লি যাত্রাকে কটাক্ষ কাকলির
  2. ব্যারাকপুরের নির্বাচনী ‘মহা-ভারতে’ কি এবার সম্মুখসমরে অর্জুন-পার্থ !
  3. ফিরহাদের 'ললিপপে'ও গলল না বরফ, পার্থর বিরুদ্ধে ব্যারাকপুরেই প্রার্থী অর্জুন !
Last Updated : Mar 13, 2024, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.