পশ্চিমবঙ্গ

west bengal

মার্কিন মুলুকে ফের ভারতীয় ছাত্রের মৃত্যু - Indian Student Death

By PTI

Published : Apr 6, 2024, 10:57 AM IST

Indian Student Death in America:জো বাইডেনের দেশে আবারও ভারতীয় ছাত্রের মৃত্যু ৷ এই নিয়ে চলতি বছরে আমেরিকায় 7 ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল ৷ একের পর এক ভারতীয় পড়ুয়ার মত্যু উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় দূতাবাসের ৷

Indian student Death
Indian student Death

নিউইয়র্ক, 6 এপ্রিল:আবারও আমেরিকায় মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ মৃতের নাম উমা সত্য সাই গড্ডে ৷ এমনটাই জানিয়েছে নিউইয়র্কে ভারতীয় দূতাবাস ৷ এক্স পোস্টে নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল লেখেন, "ওহাইওর ক্লিভল্যান্ডে ভারতীয় ছাত্র উমা সত্য সাই গড্ডের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে এবং ভারতে ছাত্রের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে ।" দূতাবাস জানিয়েছে, উমা গড্ডের দেহ যত তাড়াতাড়ি সম্ভব ভারতে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা তারা করছে।

চলতি বছরের শুরু থেকে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত কমপক্ষে 7 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে । ভারতীয়দের উপর হামলার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে যা সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে । গত মাসে 34 বছর বয়সি ভারতের প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী অমরনাথ ঘোষকে মিসৌরির সেন্ট লুইসে গুলি করে হত্যা করা হয়েছিল । পারডিউ ইউনিভার্সিটির 23 বছর বয়সি ভারতীয়-আমেরিকান ছাত্র সমীর কামাথকে 5 ফেব্রুয়ারি ইন্ডিয়ানাতে মৃত অবস্থায় পাওয়া যায় । 2 ফেব্রুয়ারি 41 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত আইটি এক্সিকিউটিভ বিবেক তানেজা ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে হামলার সময় গুরুতর জখম হন ৷ পরে তাঁর মৃত্যু হয় ৷ সাম্প্রতিক ঘটনা নিয়ে আমেরিকায় ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত সাত জনের মৃত্যু হল ।

ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি/ ছাত্রদের উপর ধারাবাহিক হামলার কারণে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এবং বিভিন্ন স্থানের দূতাবাসের আধিকারিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় ছাত্রদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন ৷ ছাত্রদের সুস্থতার বিভিন্ন দিক ও দূতাবাসের সঙ্গে যুক্ত থাকার উপায় নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে । চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর শ্রীপ্রিয়া রঙ্গনাথনের নেতৃত্বে 90টি মার্কিন বিশ্ববিদ্যালয়ের প্রায় 150 জন ভারতীয় ছাত্র সমিতির পদাধিকারী এবং ছাত্ররা এই বৈঠকে অংশ নিয়েছিলেন। এতে আটলান্টা, শিকাগো, হিউস্টন, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো এবং সিয়াটেলের ভারতের কনস্যুলেট জেনারেলরাও উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন:

  1. প্রচন্ড ঠান্ডায় ক্লাবে ঢুকতে বাধা, আমেরিকায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের
  2. পারডিউ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু, আত্মহত্যা বলছে কর্তৃপক্ষ
  3. বাইডেনের দেশে ফের ভারতীয়র মৃত্যু, এবার নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার

ABOUT THE AUTHOR

...view details