ETV Bharat / international

পারডিউ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু, আত্মহত্যা বলছে কর্তৃপক্ষ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 9:52 AM IST

Indian-American Student At Purdue Died By Suicide: আমেরিকায় একের পর এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর সামনে আসছে ৷ এই সপ্তাহেই জঙ্গলে পাওয়া যায় এক ছাত্রের দেহ ৷ তবে তদন্তকারী কর্তৃপক্ষ জানাচ্ছে, তিনি আত্মঘাতী হয়েছেন ৷

ETV Bharat
পারডিউ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু

নিউ ইয়র্ক, 8 ফেব্রুয়ারি: আত্মঘাতী হয়েছেন পড়ুয়া, জানাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ তিনি পারডিউ বিশ্ববিদ্যালয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা করছিলেন ৷ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ছাত্র নিজের মাথায় নিজেই গুলি করেছেন ৷ ওই পড়ুয়ার নাম সমীর কামাথ ৷ তিনি আমেরিকার নাগরিক ৷ গত 5 ফেব্রুয়ারি বিকেল আনুমানিক 5টায় তাঁর মৃতদেহ পাওয়া যায় ইন্ডিয়ানার একটি জঙ্গলের মধ্যে ৷

ওয়ারেন কাউন্টি করোনারের অফিস থেকে বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছে, 6 ফেব্রুয়ারি ইন্ডিয়ানার ক্রাওফোর্ডসভিলে সমীরের দেহের ময়নাতদন্ত হয় ৷ এই কার্যালয় থেকে জানানো হয়েছে, কামাথের মাথায় গুলির ক্ষত পাওয়া গিয়েছে ৷ কামাথ আত্মহত্যা করেছেন ৷ এখনও টক্সিকোলজি রিপোর্ট আসা বাকি ৷ এই রিপোর্ট জনসমক্ষে প্রকাশের আগেই কামাথের পরিবারকে তা জানানো হয়েছে ৷

তবে এই তদন্ত এখনও চলছে ৷ ওয়ারেন কাউন্টি করোনারের অফিস, ওয়ারেন কাউন্টি শেরিফের অফিস, পারডিউ ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্য কয়েকটি এজেন্সি সমীর কামাথের মৃত্যুর তদন্তে অংশ নিয়েছে ৷ পারডিউ বিশ্ববিদ্যালয়ের তরফে রিপোর্টে জানানো হয়েছে, কামাথ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণা করছিলেন ৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান একহার্ড গ্রল ই-মেলে জানান, সমীর কামাথ ম্যাসাচুটেসের আমহার্স্ট বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেন ৷ এরপর 2021 সালের গ্রীষ্মে তিনি পারডিউ বিশ্ববিদ্যালয়ে আসেন ৷ সমীর কামাথের লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, 2025 সালে কামাথ তাঁর ডক্টোরাল প্রোগ্রামে স্নাতক শেষ করবেন ৷

কামাথের মৃত্যুর আগেও আমেরিকায় ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর মিলেছে ৷ গত মাসেই পারডিউ বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র নীল আচার্যের মৃত্যু হয় ৷ তাঁর বয়স 19 বছর ৷ তিনি বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৷ পরে পারডিউ বিশ্ববিদ্যালয়ের লাফায়েত্তে ক্যাম্পাসে তাঁর দেহ পাওয়া যায় ৷ তবে কর্তৃপক্ষ জানিয়েছে নীল আচার্যের দেহের ময়নাতদন্তে কোনও উল্লেখযোগ্য আঘাত পাওয়া যায়নি ৷ তাই কোনও রকম ষড়যন্ত্রের কারণেই যে তাঁর মৃত্যু হয়েছে, এমন তথ্য উড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এর আগে জর্জিয়ায় এক ভবঘুরে মাদকাসক্তের হামলায় বিবেক সাইনি নামের এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয় ৷ এছাড়া স্থানীয় সময় মঙ্গলবার শিকাগোয় এক ভারতীয় ছাত্রের উপর হামলায় চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ তাঁকে নৃশংসভাবে মারধর করা হয় ৷

আরও পড়ুন:

  1. বাইডেনের দেশে ফের ভারতীয়র মৃত্যু, এবার নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার
  2. শিকাগোয় ভারতীয় ছাত্রকে বেধড়ক মার, ভাইরাল 'রক্তাক্ত' যুবকের ভিডিয়ো বার্তা
  3. লন্ডনে নিখোঁজ ভারতীয় পড়ুয়া! সন্ধান পেতে জয়শঙ্করের দ্বারস্থ বিজেপি নেতা, অনুরোধ হাইকমিশনকেও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.